বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল জাগ্রত সঙ্ঘ। শনিবার বনগাঁ স্টেডিয়ামে ওই ম্যাচে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবকে তারা ১-০ গোলে হারিয়ে দেয়। বলে শট মেরে খেলার সূচনা করেন বিধায়ক বিশ্বজিৎ দাস। খেলার প্রথমার্ধে গোলটি করেন জাগ্রত সঙ্ঘের মৃণাল বৈরাগী। প্রথম দলের নিয়মিত তিন খেলোয়াড়কে বাইরে রেখেই এ দিন মাঠে নেমেছিল প্রতাপগড়। খেলার শেষ হওয়ার কয়েক মিনিট আগে জাগ্রত সঙ্ঘের গোলমুখে গোলের পরিস্থিতি তৈরি হলেও ফরওয়ার্ডদের ব্যর্থতায় খেলায় সমতা ফেরাতে ব্যর্থ হয় প্রতাপগড়। টুর্নামেন্টে আটটি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন জাগ্রত সঙ্ঘের মৃণাল বৈরাগী। ম্যান অব দ্য ম্যাচ হন জাগ্রত সঙ্ঘেরই বাবলু দাস। সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন মতিগঞ্জ স্পোর্টিং ক্লাবের দীপঙ্কর বাইন। ফেয়ার-প্লে ট্রফিও পায় তারা। সেরা ডিফেন্ডারের পুরস্কার পেয়েছেন প্রতাপগড়ের শ্যামল চক্রবর্তী। মাঝমাঠের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের সুকান্ত গাইন। সেরা ফরওয়ার্ড স্বামীজি স্পোর্টিং ক্লাবের জগন্নাথ সাহা। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি ও নগদ পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে দ্বিতীয় ডিভিশনে দেবগড় স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে মর্নিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন লিটন বারুই। সেরা স্ট্রাইকার রুদ্রপ্রসাদ সর্দার। এদিন খেলা দেখতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ, এসডিও অভিজিৎ ভট্টাচার্য, এসডিপিও রূপান্তর সেনগুপ্ত, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সুনীল সরকার, ক্রীড়া সংস্থার সম্পাদক শঙ্কর আঢ্য প্রমুখ। |