|
|
|
|
‘সদ্য বিচ্ছিন্ন’ শরিককে তুলোধনা শুভেন্দু, চন্দ্রিমার |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কেন্দ্রে কংগ্রেস জোটসরকার থেকে তৃণমূলের সমর্থন প্রত্যাহার ও দলের মন্ত্রীদের পদত্যাগের পরই কংগ্রেসকে আক্রমণ করলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি তথা সাংসদ শুভেন্দু অধিকারী। শনিবার তমলুকের নিমতৌড়ির স্মৃতিসৌধ প্রাঙ্গণে আয়োজিত হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলন। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে প্রকাশ্যে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি।
কংগ্রেসের নীতির সমালোচনা করে শুভেন্দু বলেন, “আবার আমাদের নতুন করে লড়াই করতে হবে। মার্কিন সাম্রাজ্যবাদের দালালি করা মনমোহন সরকার ক্ষুদ্র ব্যবসায় বিদেশি পুঁজি বিনিয়োগের ছাড়পত্র দিয়েছে। কয়েক কোটি ক্ষুদ্র ব্যবসায়ীর পেটে লাথি মারার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। আমরা এটা মানব না। রেল দফতর হাত থেকে চলে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “ক্ষমতা বড় কথা নয়, মানুষ বড় কথা। মানুষের সমর্থন নিয়েই আমরা চলব। রেলের বিষয়ে যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাখার চেষ্টা করব।”
এ দিন সভায় উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসর রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। তিনিও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, “কেন্দ্রের কংগ্রেস সরকার একের পর এক কেলেঙ্কারি করে চলেছে। এই চোরেদের সঙ্গে থাকা যায় না। আমাদের আবার নতুন করে লড়াই করতে হবে।”
সম্মেলনের উদ্বোধন করেন রাজ্য জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। সভায় উপস্থিত ছিলেন, নন্দীগ্রামের বিধায়ক ফিরোজা বিবি, কোলাঘাটের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, চণ্ডীপুরের বিধায়ক অমিয় ভট্টাচার্য প্রমুখ। সভায় জড়ো হয়েছিলেন প্রায় হাজার পাঁচেক মহিলা। |
|
|
|
|
|