|
|
|
|
লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন |
জেলায় নানা কর্মসূচি তৃণমূলের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পঞ্চায়েত নির্বাচন আসন্ন। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল। এই জেলায় এমনিতেই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল। সেই সমস্যা থেকে বেরিয়ে এসে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি দলের বার্তা গ্রামেগঞ্জে পৌঁছে দিতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। শনিবার ছিল জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “জেলা বা ব্লক স্তর নয়, পঞ্চায়েত স্তরেও এ বার নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। শুধু পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখেই নয়, সংগঠনকে মজবুত করতেই এই সব কর্মসূচি।”
কর্মসূচির নির্ঘন্টও তৈরি হয়ে গিয়েছে। ১ অক্টোবর প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মিছিল করবে তৃণমূল। হবে পথসভা। একই ভাবে ব্লক স্তরে মিছিল ও পথসভা হবে। ৪ অক্টোবর ঘাটাল মহকুমার ৫টি ব্লকে, ৬ অক্টোবর ঝাড়গ্রামের ৮টি ব্লকে এই কর্মসূচি পালিত হবে। ৭ অক্টোবর হবে মেদিনীপুর সদর মহকুমার ৬টি ব্লকে। ৯ ও ১০ অক্টোবর খড়্গপুর মহকুমার বাকি ব্লকগুলিতে হবে এই কমর্সূচি। ১৩ তারিখ হবে কর্মশালা। পঞ্চায়েত নির্বাচন কী, কী ভাবে তাতে লড়তে হবে, মানুষকে কী বলতে হবে, দলে সংরক্ষণ কী এই সবই বোঝানো হবে কর্মশালায়। সেখানে প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে ৩ জন করে তফসিলি উপজাতির প্রতিনিধি, ২ জন তফসিলি জাতির প্রতিনিধি, ১ জন ওবিসি-র প্রতিনিধি ও ২ জন করে মহিলা প্রতিনিধিরা হাজির থাকবেন। পশ্চিম মেদিনীপুরে ২৯টি পঞ্চায়েত সমিতি। ২৯০টি গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত স্তরেই সদস্য সংখ্যা ৩ হাজারের বেশি। জেলার সর্বত্র পঞ্চায়েত স্তরে দলের সংগঠন মজবুত এ কথা বলা যাবে না। তা হলে পঞ্চায়েতে প্রার্থী ঠিক করা হবে কী ভাবে? এক তৃণমূল নেতার কথায়, “এই কারণেই কর্মশালা। হয়তো আগেই কর্মশালা করা উচিত ছিল। তাহলে গাঁগঞ্জে সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে একটা ধারণা তৈরি থাকত। সে ক্ষেত্রে প্রার্থী বাছাইয়ে সুবিধা হত। পরে হলেও এই কর্মশালা সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”
যুব তৃণমূলের উদ্যোগে ২৯ অক্টোবর জেলার নানা প্রান্তে রক্তদান শিবির করা হবে। তার আগে ২৪ অক্টোবর হবে শিক্ষকদের নিয়ে আলোচনাসভা। সেখানে পঞ্চায়েত নির্বাচনে শিক্ষকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি হিসেবেই এই একগুচ্ছ কর্মসূচি। |
|
|
|
|
|