লুইস হ্যামিল্টনের বিকল্প হিসাবে ম্যাকলারেন দল পল ডি রেস্টার নাম নিয়ে কেন নাড়াচাড়া করছে, সেটা বুঝিয়ে দিলেন সহারা ফোর্স ইন্ডিয়ার ড্রাইভার। সিঙ্গাপুরে নৈশালোকের নাটকীয় রেসে চতুর্থ স্থানে শেষ করে বারো পয়েন্ট জিতলেন স্কটিশ। শেষ করলেন রেস জয়ী সেবাস্তিয়ান ভেটেলের থেকে মাত্র ১৯ সেকেন্ড পিছনে। শেষের দিকে তৃতীয় স্থানের লড়াইয়ে প্রবল চাপে ফেলেছিলেন চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে থাকা ফেরারির ফের্নান্দো আলোনসোকেও! দ্বিতীয় হলেন জেনসন বাটন। উচ্ছ্বসিত ডি রেস্টা নিজের সেরা রেস সম্পর্কে বলেছেন, “আসাধারণ! বরাবরই বলেছি, আমার লক্ষ্য রেস জেতা। আমার বিশ্বাস, মরসুম শেষ হওয়ার আগেই পোডিয়ামে এক নম্বর জায়গাটাতেও পৌঁছে যেতে পারব!” এটাকে অনেকেই আশাবাদ বলবেন। তবে বিজয় মাল্যর দল বোঝাল, গতিতে সেরাদের সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। নিকো হুল্কেনবার্গ অবশ্য বারোতম হওয়ায় পয়েন্ট পেলেন না। হ্যামিল্টন গত কাল পোল নিশ্চিত করার পরে আজ দারুণ শুরু করেছিলেন। গিয়ার বক্স বিগড়ে রেস থেকে ছিটকে না গেলে জয় বাঁধা ছিল। গাড়ির সমস্যায় রেস শেষ করতে পারলেন না শুমাখার ও নারায়ণ কার্তিকেয়ন। এখানে জিতে চ্যাম্পিয়নশিপ টেবিলে দ্বিতীয় স্থানে উঠলেন রেড বুলের সেবাস্তিয়ান ভেটেল। একে আলোনসোই। হ্যামিল্টন পয়েন্ট না পাওয়ায় নেমে গেলেন চারে। |