হার জেরার-সুয়ারেজদের
হিলসবরোর বর্ণময় শ্রদ্ধাজ্ঞাপনে ম্যান ইউ-লিভারপুল
অ্যানফিল্ডে ম্যাচ শুরুর ঠিক আগে লিভারপুল ফুটবলাররা মাঠে এলেন ‘৯৬’ লেখা জ্যাকেট পরে। গ্যালারিতে তখন দর্শকদের হাতে ধরা লাল কাগজ থেকে তৈরি হয়েছে ‘জাস্টিস’ বা ‘দ্য ট্রুথ’-এর মতো শব্দবন্ধ। স্টিভন জেরার প্রতিপক্ষ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের রায়ান গিগসের সঙ্গে ওড়ালেন ৯৬টি লাল বেলুন। ম্যান ইউ কিংবদন্তি ববি চার্লটন ৯৬টি লাল গোলাপ দিলেন লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ইয়ান রাশকে। মাত্র ক’দিন আগেই লিভারপুল ভক্তরা নিষ্কৃতি পেয়েছেন ১৯৮৯-এর লিভারপুল-নটিংহ্যাম ফরেস্ট এফএ কাপ সেমিফাইনালে ফুটবল দাঙ্গার দায় থেকে।
২৩ বছর আগের সেই ঘটনায় নিহত ৯৬ জনের প্রতি শ্রদ্ধায় শুরু রবিবার ইপিএলের লিভারপুল-ম্যান ইউ ম্যাচ। এমনকী পুরনো ঝগড়া ভুলে হাত মেলান এভ্রা ও সুয়ারেজ। মাঠের মধ্যে অবশ্য লিভারপুলের জন্য আর ফুল ছিল না। ১-২ হেরে ব্রেন্ডান রজার্সের দল চলে গেল লিগ তালিকায় উনিশ নম্বরে। পাঁচ ম্যাচে এখনও জয় নেই।
অ্যানফিল্ডের গ্যালারিতে এ ভাবেই ফুটল ‘জাস্টিস’ শব্দটা।ছবি: রয়টার্স
পয়েন্ট দুই। ম্যান ইউয়ের স্থান দুইয়ে। চেলসির পর। তবে হিলসবরোর প্রতি সম্মানের ম্যাচে বিতর্ক রয়েই গেল। প্রথমার্ধে লিভারপুলের শেলভি লাল কার্ড দেখলেন। আর ৭৬ মিনিটে পেনাল্টি পায় ম্যান ইউ। ভ্যালেন্সিয়াকে বক্সে ‘ফাউল’ করেন জনসন। রি-প্লেতে দেখা যায় ফাউলই ছিল না। পেনাল্টি থেকে ২-১ করেন রবিন ফান পার্সি। ম্যান ইউয়ের এই মরসুমে প্রথম সফল পেনাল্টি। গত তিন ম্যাচে পেনাল্টি মিস করেছিলেনফান পার্সি, হার্নান্ডেজ ও নানি। প্রাধান্য রেখে খেলে এগিয়ে গিয়েছিল লিভারপুলই। বিরতির পর জেরারের ভলিতে। কিছু পরেই ১-১ হয়ে যায় রাফায়েলের দুর্দান্ত শটে। বল পজেশন থেকে গোলে বল রাখা সবেতেই এগিয়েছিল লিভারপুল। তা সত্ত্বেও সুয়ারেজদের ফিনিশিংয়ের অভাবেই শেষ পর্যন্ত অ্যানফিল্ডে হাসি ফুটল অ্যালেক্স ফার্গুসনের মুখে। অন্য ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি ১-১ ড্র করল আর্সেনালের সঙ্গে। লেস্কটের গোলে ম্যান সিটি এগনোর পরে আর্সেনালের সমতা ফেরান কোসিয়েলনি। এ দিকে, শনিবার লা লিগায় দুর্বল গ্রানাদার বিরুদ্ধে ২-০ জিতল বার্সেলোনা। ৮৬ মিনিটের পর গোল দেন জাভি ও বোরহা গোমেজ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.