এক অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রবিবার লিলুয়ার কুঞ্জপাড়া এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, স্বামীর অত্যাচারেই মৃত্যু হয়েছে ওই মহিলার। তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি সূত্রের খবর, মৃতের নাম কাকলি ঘোষ (৩৫)। তিনি ছ’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কাকলিদেবীর স্বামী জয় ঘোষ শনিবার রাতে তাঁর পেটে লাথি মারেন বলে অভিযোগ। ঘরের মধ্যেই ওই মহিলার প্রসব হয়ে যায়। তার পরে রক্তাক্ত অবস্থায় ঘরেই পড়ে ছিলেন তিনি। মৃত শিশুটিকে বস্তা চাপা দিয়ে খাটের তলায় লুকিয়ে রাখা হয়। ওই মহিলার আত্মীয়েরা রবিবার তাঁকে হাওড়ার জয়সোয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তার পরেই কুঞ্জপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও জয়ের দাবি, তিনি রাতেই স্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু মহিলা যেতে রাজি হননি। তাঁদের আরও তিনটি সন্তান রয়েছে। রবিবার রাতে ওই মহিলার বাপের বাড়ির তরফে জয়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তাঁকে গ্রেফতার করে।
|
মহকুমাশাসকের দফতরে আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে বৈঠক হল শুক্রবার। উপস্থিত ছিলেন মহকুমাশাসক অরুণ রায়, এসডিপিও শিবপ্রসাদ পাত্র-সহ বিভিন্ন সরকারি আধিকারিকেরা। পুজোর সময়ে ইভটিজিং রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে পুজোর দিনগুলিতে অতিরিক্ত এক ঘণ্টা জল সরবরাহেরও সিদ্ধান্ত হয়েছে। পুজোয় অশান্তি এড়াতে পথে স্বেচ্ছাসেবক নামানো হবে। বড় পুজো কমিটিগুলিকে আলাদা করে নিজেদের এলাকায় স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন পাওয়া যাবে আরামবাগ পুরসভা থেকে ১-১০ অক্টোবর পর্যন্ত।
|
চোলাই উচ্ছেদ অভিযানে নেমে শুক্রবার সকালে হুগলি জেলার গোঘাটের মথুরা গ্রামে প্রায় ১০ হাজার লিটার চোলাই মদ নষ্ট করল পুলিশ। নষ্ট করা হয়েছে চোলাই মদ তৈরির সরঞ্জামও। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ধরনের অভিযান মাঝে মধ্যে চলবে বলেও পুলিশ-প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
|
আরামবাগের কাঁটাবনী নব যুব সঙ্ঘের ১৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিনা ব্যয়ে চিকিৎসা শিবির, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। শুক্রবার চাঁদুর বন দফতর-সংলগ্ন মাঠে সঙ্ঘের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।
|
চলন্ত লরির সামনে ‘জয় মা’ বলে লাফ দিলেন এক যুবক। ঘটনাস্থলেই মারা গিয়েছেন তিনি। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগ বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায়। যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। |