দুর্নীতি বিরোধী আন্দোলনের সময় সংগ্রহ করা টাকা ফেরত দিতে অরবিন্দ কেজরিওয়ালকে বলবেন না
অণ্ণা হাজারে। সমর্থকদের জোরালো দাবির মুখে এ কথা জানান অণ্ণা নিজেই। সেই সঙ্গে এ-ও জানান, কেজরিওয়াল তাঁকে চেক দিতে চেয়েছিলেন। তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
গত ১৯ সেপ্টেম্বর মতবিরোধের জেরে অণ্ণা-অনুগামী এবং কেজরিওয়াল-অনুগামীরা দু’টি দলে ভাগ হয়ে যান। তার পরেই নিজের অনুগামীদের সঙ্গে বৈঠকে বসেন অণ্ণা। সেখানেই সমর্থকেরা কেজরিওয়ালকে টাকা ফেরত দিতে বলার দাবি জানান। তাঁদের যুক্তি ছিল, নতুন করে আন্দোলন গড়ে তুলতে টাকার প্রয়োজন। এর জবাবে অণ্ণা তাঁদের জানান, আন্দোলন গড়ে তুলতেই হবে। কিন্তু টাকাটা মতান্তরের বিষয় হওয়া উচিত নয়। |
রাজনৈতিক দল গড়া নিয়ে মতান্তর তৈরি হওয়ার পর একাধিক বার নাকি অণ্ণাকে চেক দিতে চান কেজরিওয়াল। এমনকী অণ্ণার গ্রাম রালেগণ সিদ্ধিতেও গিয়েছিলেন তিনি। কিন্তু অণ্ণা তা প্রতাখ্যান করেন। এর মধেই কাল অণ্ণা শিবির ছাড়লেন তাঁর ঘনিষ্ঠ সমর্থক সুরেশ পাথারে। ব্যক্তিগত কারণে এই ইস্তফা জানিয়ে সুরেশ বলেন, “আমি আন্দোলনে সম্পূর্ণ ভাবে যোগ দিতে পারব না। তাই সরে দাড়াচ্ছি। তবে অণ্ণা চাইলে আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারি।” তবে অণ্ণা শিবিরের অন্দরের খবর, অণ্ণার নাম করে অসদুপায়ে বহু টাকা কামিয়েছেন পাথারে। সেই জন্য তাঁকে ইস্তফা দিতে বলেছেন অণ্ণাই। তবে পাথারে জানান, কেজরিওয়াল রাজনৈতিক দল গড়লে তিনি যোগ দেবেন না। |