সভায় যাওয়ার পথে দুর্ঘটনা
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
দলীয় সভায় যোগ দিতে আসার পথে দুর্ঘটনায় আহত হলেন ২০ জন তণমূল কর্মী। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কে, কাটোয়ার গাঙ্গুলিডাঙায়। ঘটনায় এক জন আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, এ দিন রায়নায় এক তৃণমূল কর্মীর খুনের প্রতিবাদ সভা ছিল কাটোয়া বাসস্ট্যান্ডে। ওই সভায় যোগ দিতে কাটোয়া ১ ব্লকের ভালশুনি গ্রাম থেকে ওই তৃণমূল কর্মীরা একটি ট্রাক্টরে চড়ে শ্রীখণ্ড হয়ে কাটোয়া আসছিলেন। গাঙ্গুলিডাঙা গ্রাম পার হওয়ার পর একটি বাঁকের মুখে উল্টে যায় ট্রাক্টর। পেছনের গাড়িতে থাকা তৃণমূল কর্মীরা আহতদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন।
|
স্কুলে জয়ী সিপিএম
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম |
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হলেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। রবিবার কেতুগ্রাম থানার গুড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ওই নির্বাচনে ৬টি আসনেই হেরেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এ দিন নির্বাচনে জিতলেও পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে সিপিএম। অভিযোগ, তৃণমূলের বহিরাগত দুষ্কৃতীরা গ্রামে ঢুকে বুথ দখল করার চেষ্টা চালায়। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। অন্য দিকে পুলিশের এক কর্তা বলেন, “পুলিশ সক্রিয় ছিল। ওখানে কোনও গোলমাল হয়নি।” প্রসঙ্গত, এই স্কুলের আগে সম্প্রতি স্থানীয় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনেও জয়ী হয়েছেন সিপিএম সমর্থিত প্রার্থীরা।
|
এবিটিএ’র জেলা সম্মেলন কালনায়
নিজস্ব সংবাদদাতা • কালনা |
নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সপ্তম ত্রিবার্ষিক বর্ধমান জেলা সম্মেলন হল কালনা শহরে। গত শনিও রবিবার স্থানীয় পুরশ্রী মঞ্চে এই সম্মেলন হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক অধিকারী, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সাইদুল হক, কালনা পুরসভার প্রাক্তন চেয়্যারম্যান গৌরাঙ্গ গোস্বামী প্রমুখ।
|
জিতল কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
তৃণমূলকে হারিয়ে কাটোয়া শিল্প কৃষি সমবায় উন্নয়ন সমিতি দখল করল কংগ্রেস। রবিবার ওই সমিতির নির্বাচন ছিল। ৯টি আসনের মধ্যে আগেই দু’টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল কংগ্রেস। এ দিন ৭টি আসনে নির্বাচন হয়। কংগ্রেস সমর্থিত প্রার্থীরা তাতে জয়লাভ করে। সিপিএম অবশ্য এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। |