শ্রমিকের মৃত্যু, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঠিকা শ্রমিকের মৃত্যু হল দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে (ডিটিপিএস)। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দেহ আটকে বিক্ষোভ দেখান অন্য শ্রমিকেরা। ঠিকাদার প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিলে বিক্ষোভ থামে। পুলিশ জানায়, মৃতের নাম হাবিবুর ইসলাম (১৯)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের শাঁখপুরে। ডিটিপিএস সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই ঠিকা শ্রমিক। তাঁকে ডিটিপিএস হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। খবর পেয়ে রবিবার ভোরে মৃতের পরিজনেরা এসে পৌঁছন। তার পরে সকাল থেকে দেহ আটকে বিক্ষোভ শুরু করেন কারখানার অন্য শ্রমিকেরা। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা না করা হলে পুলিশকে দেহ নিয়ে যেতে দেওয়া হবে না বলে জানান তাঁরা। দুপুর ১টা নাগাদ পুলিশ সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণের ব্যবস্থা করার আশ্বাস দিলে বিক্ষোভ থামে।
|
তৃণমূলে দ্বন্দ্ব
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
এক তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল দলেরই কিছু লোকজনের বিরুদ্ধে। শনিবার রাতে জামুড়িয়ার বাগডিহা-সিদ্ধপুর এলাকার ঘটনা। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছে। তৃণমূল নেতা দয়াময় ঘোষের স্ত্রী আশালতাদেবী জামুড়িয়া থানায় অভিযোগ করেন, শনিবার রাত ৮টা নাগাদ তাঁদের বাড়িতে চড়াও হন অশোক পালের নেতৃত্বে এক দল লোক। তাঁকে ও দয়াময়বাবুকে মারধর করা হয়। তৃণমূল কর্মী অশোক পাল পাল্টা অভিযোগ করেন, এলাকায় অবৈধ কয়লা কারবারের প্রতিবাদ করতে গিয়ে শনিবার রাতে তাঁদের চার জন আক্রান্ত হন। কেন্দা ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে। পুলিশ জানায়, গণ্ডগোলের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। গ্রামে পুলিশি প্রহরা রয়েছে।
|
ইস্কোয় উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • বার্নপুর |
ইস্কো স্টিল প্ল্যান্টের ‘কোক ডেসপ্যাচ ইউনিট’-এর উদ্বোধন করলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার বার্নপুরে এই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের আইনমন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটক ও সংস্থার সিইও নওয়ালকিশোর ঝা।পার্থবাবু বলেন, “তিন দশকের মন্দা কাটিয়ে আর্থিক সংস্কারের পথ ধরেছে ইস্কো কারখানা। আধুনিকীকরণের পরে ভারতের ইস্পাত শিল্পের সেরা জায়গা নিতে চলেছে এই কারখানা। কারখানার জন্য এলাকাবাসীরা দীর্ঘ দিন আন্দোলন করেছেন। আগামী দিনেও আন্দোলন হবে। তবে তা অবশ্যই শিল্প বাঁচিয়ে করতে হবে।” নওয়লকিশোর ঝা জানান, ইস্কোর ১৬ হাজার কোটি টাকার আধুনিকীকরণ প্রকল্পের অঙ্গ হিসেবেই এই ইউনিটের উদ্বোধন হয়েছে। শিল্পমন্ত্রী আরও জানান, এমএএমসি-র উৎপাদন চালুর জন্য কথাবার্তা বলা হচ্ছে।
|
পুকুরে কীটনাশক
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
পুকুরে কীটনাশক ছড়ানোর অভিযোগ উঠল দুর্গাপুরের ধোবিঘাট এলাকায়। শনিবার রাতে দুষ্কৃতীরা এই কাজ করে বলে অভিযোগ। এলাকার বাসিন্দারা জানান, রবিবার সকালে তাঁরা দেখেন, পুকুরের অনেক মাছ মরে ভেসে উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
নতুন সেবাকেন্দ্র
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
ভারত নির্মাণ রাজীব গাঁধী সেবাকেন্দ্রের জামুড়িয়া শাখা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলে জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। শনিবার এই উদ্বোধনের পরে ৩২ জনকে ইন্দিরা আবাস যোজনায় বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির সাড়ে ২২ হাজার টাকা করে চেক দেওয়া হয়।
|
দুর্গাপুর
বর্ধমান জেলা হোমিওপ্যাথিক বিজ্ঞানভিত্তিক আলোচনা চক্র। তথ্য কেন্দ্র।
বিকাল সাড়ে তিনটা। উদ্যোগ: বর্ধমান ডিস্ট্রিক্ট হোমিওপ্যাথিক কোঅর্ডিনেশন কমিটি
অ্যান্ড ট্রাস্ট অব বর্ধমান ডিস্ট্রিক্ট হোমিওপ্যাথিক কোঅর্ডিনেশন কমিটি।
সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। অআকখ মাঠ। বিকাল তিনটে।
উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।
চিত্তরঞ্জন
ফুটবল প্রতিযোগিতা। ওভাল মাঠ ও এইচসিএল মাঠ। বিকাল ৪টা।
বর্ধমান
চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা অনুষ্ঠান। শরণ্যা হাসপাতাল। |