খেলার টুকরো খবর

চ্যাম্পিয়ন বর্ধমান
কলকাতার গোলপার্ক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সুইমিং পুলে আয়োজিত ৫৭তম রাজ্য বিদ্যালয় সাঁতারে ৮টি পদক পেয়ে নজির গড়ল বর্ধমান। এর মধ্যে তিনটি রুপো ও তিনটি সোনা। প্রত্যয় ভট্টাচার্য ৪০০ মিটার ফ্রি-স্টাইল, ২০০ মিটার ব্যক্তিগত মিড্ল ও ২০০ মিটার ব্যাক স্ট্রোকে যথাক্রমে ২টি সোনা ও একটি রুপো জিতেছে। সিঞ্জন পাল ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা ও ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রুপো জিতেছে। ১০০ মিটার ও ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রুপো জেতে সায়নী দাস। ২০০ মিটার মিড্লেও রুপো পায় সে। জেলার ১৮ জন যোগ দেয়।

চ্যাম্পিয়ন হাজরাডাঙা
ত্রিলোকচন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস আয়োজিত এক দিনের ফুটবলে চ্যাম্পিয়ন হল হাজরাডাঙা আদিবাসী পাড়া। ফাইনালে তারা গাঁড়াদহ মাঠে আমানীডাঙাকে ২-১ গোলে হারায়। এ দিন বনকাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসও এক দিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। ফাইনালে তেলিপাড়া কাঠালডাঙা টাইব্রেকারে রঘুনাথপুর একলব্য হাইস্কুলকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রদেশ তৃণমূল সদস্য তথা প্রাক্তন কাঁকসা ব্লক তৃণমূল সভাপতি দেবদাস বক্সি জানান, প্রতি বছর এই প্রতিযোগিতা হয়।

স্মৃতি ফুটবল
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত অনুপ দাস ও অজিত দলুই স্মৃতি ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় জিতল আমরা ক’জন বয়েজ ক্লাব। এমএএমসি মাঠে তারা পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৫-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। আমরা ক’জনের হয়ে সাবির আলি আনসারি এবং পলাশডিহার হয়ে ধনঞ্জয় হেমব্রম গোল করেন। খেলাটি পরিচালনা করেন মুক্তারাম মণ্ডল, অশোক মশান এবং টিকে বারিক।

জয়ী শিবাজি সঙ্ঘ
চিত্তরঞ্জন জোনাল স্পোর্টস আয়োজিত চিত্তরঞ্জন ফুটবল লিগের রবিবারের ওভাল মাঠের খেলায় জিতল শিবাজি সঙ্ঘ। তারা রবীন্দ্র সঙ্ঘকে ৭গোলে হারায়। এই খেলার সেরা বিজয়ী দলের এস রায়। এই প্রতিযোগিতার এইচসিএল মাঠের খেলায় জিতল এফআরসি। তারা ছাত্রসঙ্ঘকে ১ গোলে হরায়। এই খেলায় সেরা বিজয়ী দলের এস সাইনি।

দুর্গাপুরের দেশবন্ধু ভবনে চলছে টেবল টেনিস
প্রতিযোগিতা। রবিবার তোলা নিজস্ব চিত্র।

জয়ী আউশগ্রাম
গুসকরা পিপি ইন্সটিটিউশন স্কুল মাঠে আউশগ্রাম বিডিও একাদশ ২ গোলে হারাল পঞ্চায়েত সমিতি একাদশকে। ছিলেন গুসকরার পুরপ্রধান চঞ্চল গড়াই ও আউশগ্রাম ১ বিডিও উৎপল চক্রবর্তী।

স্মৃতি ফুটবল
ভাতারে রেনুকাবালা হাজরা ও রামকৃষ্ণ রায় বিজিত স্মৃতি ফুটবলে হাওড়া কোচিংয়ের কাছে হারল বর্ধমানের জাতীয় সঙ্ঘ।

স্কুল খোখো
স্টুডেন্ট হেল্থহোমে বর্ধমান আঞ্চলিক কেন্দ্রে খোখো-য় খেতাব জিতল বনপাশ কামারপানা শিক্ষা নিকেতন।

হার মেমারির
মানকর বীণাপানি ক্লাব আয়োজিত সুনীল কুমার ভট্টাচার্য ও দিলীপ মুখোপাধ্যায় স্মৃতি ফুটবলে প্রতিযোগিতার রবিবার প্রথম দিনের জিতল মানকর সন্দীপ ইলেকট্রনিক্স । ক্লাবের মাঠে তারা মেমারী এফএকে ২ গোলে হারায়।

প্রিমিয়ার ডিভিশন
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের রবিবার বিজয়ী হল আদিবাসী বি.বি.। হিরাপুর এমসিটিআই মাঠে তারা নবঘন্টি এসিকে ১ গোলে হারায়।

জয়ী আদিবাসী
বিবেকানন্দ ব্যায়ামাগার আয়োজিত নারায়ণ রায় স্মৃতি ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় বিজয়ী হল বড়থল আদিবাসী কৃষক সমিতি। কোটালডিহি মাঠের খেলায় তারা এ দিন বার্নপুর সিসিকে ৩-১ গোলের ব্যবধানে হারায়।

হার বাঁশপাহাড়ির
ইটাপাড়া বাঘাযতীন সঙ্ঘ আয়োজিত ফুটবলে রবিবারের খেলায় বিজয়ী হল আয়োজক সংস্থা। স্থানীয় ফুটবল মাঠের খেলায় বাঁশপাহাড়ি আদিবাসী সঙ্ঘকে তারা ৩-২ গোলের ব্যবধানে হারায়।

হার আড়াডাঙার
ছাত্রসঙ্ঘ আয়োজিত পাবর্তীচরণ রায় ও মঞ্জু চৌধুরী স্মৃতি ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় বিজয়ী হল টিএফএ। রামসায়র ময়দানে খেলায় তারা আড়াডাঙা এমবিজিকে ৪-২ গোলের ব্যবধানে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.