আসানসোল-দুর্গাপুর উন্নয়ন সংস্থাকে (এডিডিএ) পানাগড়ে বেহাল জাতীয় সড়ক সংস্কার ও চওড়া করার কাজের অনুমতি দিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুরে দু’পক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয়, জাতীয় সড়ক সংস্কার ও চওড়া করার কাজ করে দেবে এডিডিএ। রক্ষণাবেক্ষণের দায়িত্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
২ নম্বর জাতীয় সড়কের পানাগড়ের প্রায় তিন কিলোমিটার রাস্তা রীতিমতো বেহাল। ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় সড়কের ওই অংশের আমূল সংস্কার ও সম্প্রসারণের জন্য ৯০ কোটি টাকার প্রকল্প জমা দেওয়া হয়েছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে। কিন্তু তাঁরা মাত্র ২ কোটি ৭০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন জুলাইয়ে। জাতীয় সড়কের পূর্বাঞ্চলের মুখ্য জেনারেল ম্যানেজার অজয় অহলুওয়ালিয়ার বক্তব্য, “বাইপাস রাস্তা তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় পানাগড় বাজারের জন্য বেশি অর্থ বরাদ্দ করা সম্ভব নয়।” কিন্তু বরাদ্দ অর্থও খরচ করার ব্যাপারে জাতীয় সড়ক কর্তৃপক্ষ গড়িমসি করছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ফলে কয়েক কিলোমিটার জুড়ে যানজট লেগেই থাকেছে। ঘটছে দুর্ঘটনাও। শনিবার সেখানে দুর্ঘটনায় এক জনের মৃত্যুও হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুর্গাপুরে দু’পক্ষের মধ্যে একটি বৈঠক হয়। সেখানে জাতীয় সড়ক সংস্কার ও চওড়ার কাজ দ্রুত করা তাঁদের পক্ষে সম্ভব নয় বলে জানান জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তাঁরা আরও জানান, এডিডিএ এই কাজ করে দিলে তাঁদের কোনও আপত্তি নেই। এর পরেই জেলা প্রশাসনের তরফে এডিডিএ-কে এই কাজের দায়িত্ব নিতে পরামর্শ দেওয়া হয়। এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানান, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ‘নো অবজেকশন’ শংসাপত্র দিলে অন্য কোনও সংস্থা জাতীয় সড়কে কাজ করতে পারে। তাপসবাবু বলেন, “প্রতি দিন হাজার হাজার মানুষ ভুগছেন। তাঁদের কথা ভেবে আমরা ওই কাজের দায়িত্ব নিতে রাজি হয়েছি।” এনএইচএআই ‘নো অবজেকশন’ শংসাপত্র দিলেই কাজ শুরু হবে বলে জানান তাপসবাবু। |