ছয় মন্ত্রীর পুনর্বাসনের ভাবনায় তৃণমূল নেত্রী
দ্য প্রাক্তন দলের ছয় কেন্দ্রীয় মন্ত্রীর ‘পুনর্বাসন’ নিয়ে ভাবনাচিন্তা করছে তৃণমূল।
মন্ত্রিত্বে ইস্তফা দিয়ে কলকাতায় ফেরার পরে শনিবার তাঁদের নিয়ে মহাকরণে নিজের ঘরে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুলতান আহমেদ এবং চৌধুরীমোহন জাটুয়া বৈঠকে থাকলেও, অনুপস্থিত ছিলেন অন্য দুই প্রাক্তন মন্ত্রী মুকুল রায় এবং শিশির অধিকারী। দলীয় এক কর্মী খুনের ঘটনায় পরিস্থিতি পর্যলোচনা করতে জেলায় ছিলেন মুকুল রায়। আর শিশিরবাবু এ দিনই দিল্লি থেকে ফেরেন।
বৈঠকে ছিলেন দুই সাংসদ সুব্রত বক্সি এবং দীনেশ ত্রিবেদী। সদ্যপ্রাক্তন ছয় মন্ত্রীকে রাজ্য সরকারের কোনও কমিটি বা সংস্থার শীর্ষপদের দায়িত্ব দেওয়া নিয়ে এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে সরকারি সূত্রের খবর। জানা গিয়েছে, কোনও লাভজনক পদে না রেখেও রাজ্যের উন্নয়নের কাজে সুদীপবাবুদের ব্যবহার করতে চান মমতা। আইনি বিতর্ক এড়িয়ে তাঁদের দায়িত্ব দিতে চান তিনি। বৈঠকে অবশ্য কোনও সমাধানসূত্র বেরোয়নি। সমাধানের পথ খোঁজার দায়িত্ব মুখ্যসচিব সমর ঘোষকে দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের খবর।
তৃণমূলের কেন্দ্রীয় মন্ত্রীরা পদত্যাগ করলেও রেলমন্ত্রকের বিভিন্ন কমিটির সদস্যপদ ত্যাগের সিদ্ধান্ত নেননি মমতা-ঘনিষ্ঠ বিশিষ্টজনেরা। বরং কমিটির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা পদে আসীন থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
রেলের যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটির চেয়ারম্যান চিত্রশিল্পী শুভাপ্রসন্ন এ দিন বলেন, “সংসদ থেকে ঘোষিত কমিটিতে রয়েছি। কোনও দলের কর্মী হিসেবে নয়। যাত্রীদের সুযোগ-সুবিধার সুপারিশ দিতে সোমবারই দিল্লিতে কমিটির বৈঠকে যাব। মেয়াদ থাকা পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব।”
আর এক চিত্রশিল্পী সমীর আইচ ওই কমিটিরই সদস্য। তিনিও ‘স্বতোঃপ্রণোদিত’ হয়ে সদস্যপদ ছাড়ার পক্ষপাতী নন। তাঁর কথায়, “আমার সদস্যপদের মেয়াদ আরও মাস ছয়েক রয়েছে। তার আগে ছাড়ব কেন? অবশ্য রেল মন্ত্রক ছাড়তে বললে ছাড়ব।”
ব্যক্তিগতভাবে সদস্যপদ ছাড়াটাই যৌক্তিক মনে করলেও এখনও এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেননি চিত্রশিল্পী যোগেন চৌধুরী। তিনি রেলের শিল্প-সংস্কৃতি বিষয়ক কমিটির সদস্য। যোগেনবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলে, জানতে চাইব কী করণীয়।” পদ ছাড়ার পক্ষপাতী নন রেলের হেরিটেজ কমিটির সদস্য নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.