পাঁচ বোলারের
কথা ভাবো ধোনি
সীমিত ওভারের ক্রিকেটে ভারত বেশির ভাগই ইংল্যান্ডের উপর কর্তৃত্ব দেখিয়েছে। রবিবারও নিশ্চয়ই স্টুয়ার্ট ব্রডদের নিয়ন্ত্রণে রাখতে চাইবে ধোনিরা।
তরণ ইংল্যান্ড কী ভাবে স্পিন-ভারী ভারতীয় বোলিং আক্রমণের মোকাবিলা করে, দেখতে আগ্রহ হচ্ছে। শ্রীলঙ্কার পিচে এখন যথেষ্ট বাউন্স থাকছে। যেটা সব দেশের সিমারদের সাহায্য করছে। এই ধরনের পিচ স্পিনারদেরও পছন্দের। অশ্বিন-হরভজন জুটির বিরুদ্ধে ইংল্যান্ড ব্যাটসম্যানদের লড়াইটা বেশ উপভোগ করব। যুবরাজের বাঁ-হাতি স্পিনও ইংল্যান্ডকে সমস্যায় ফেলতে পারে। টুর্নামেন্টে ভাল করতে গেলে ভারতীয় ওপেনারদের ছন্দে ফিরতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ সহবাগ ভাল শুরু করলেও সেটা ধরে রাখতে পারেনি। গৌতমকেও একটু জং-ধরা দেখাচ্ছে। টি-টোয়েন্টি ম্যাচ হলেও ক্রিজে ‘সেট’ হওয়ার জন্য সহবাগরা আর একটু সময় নিলে ভাল করবে। ভারতের শুরুটা ভাল হলে এবং তারপর বিরাট, রায়না, ধোনি, যুবরাজ, রোহিতদের ডাগআউটে দেখলে ভারতীয় ব্যাটিং লাইন-আপ বিপক্ষের মনে চাপ তৈরি করবেই। তবে ধোনির আসল চিন্তা, বোলিং আর দলের ভারসাম্য। আমার মনে হয় ভারত পাঁচ বোলার খেলাতেই পারে। বিশেষ করে ইরফান পাঠানকে যখন ধোনি পাচ্ছে। নীচের দিকে ভাল ব্যাটও করতে পারে ইরফান। এটা নিয়ে কিন্তু ধোনি ভাবতেই পারে। আর একটা কথা, ভারতের বোলিং আক্রমণে সত্যিকারের গতি দরকার।
উল্টো দিকে ইংল্যান্ডের বোলিংয়ে যথেষ্ট ভারসাম্য থাকলেও ভারতীয় ব্যাটিংয়ের বিরুদ্ধে ওরা কী করতে পারে দেখা যাক। বিশেষ করে যুবরাজের ছ’টা ছয়ের স্মৃতি কি ব্রডের মনে ফিরে আসবে না?

জয়ী অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপে বৃষ্টির জেরে সাত ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকা (৭৮-৭) হারিয়ে দিল শ্রীলঙ্কাকে (৪৬-৫)। ম্যাচের সেরা ডেভিলিয়ার্স (১৩ বলে ৩০)। অন্য ম্যাচে গেইল (৩৩ বলে ৫৪) এবং স্যামুয়েলস (৩২ বলে ৫০) ওয়েস্ট ইন্ডিজকে ১৯১ রানে পৌঁছে দেন। অস্ট্রেলিয়া যখন ৯.১ ওভারে ১০০-১, বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়। ডাকওয়ার্থ লুইসে অস্ট্রেলিয়া জেতে ১৭ রানে। ম্যাচের সেরা ওয়াটসন (২-২৯, ৪১ নট আউট)।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.