চলতি আর্থিক বছরে ১২ হাজার কোটি টাকা লগ্নির পরিকল্পনা করেছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (সেল)।
সংস্থার উৎপাদন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ওই টাকা দিয়ে কারখানা আধুনিকীকরণের কাজও করা হবে। সেল অবশ্য তার বিভিন্ন কারখানা আধুনিকীরকরণের উদ্দেশ্যে ৭২ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প আগেই হাতে নিয়েছে। ওই প্রকল্প রূপায়ণের কাজ চলছে। সম্প্রতি সংস্থার বার্ষিক সাধারণ সভায় সেলের চেয়ারম্যান সি এস বর্মা বলেন, “পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সরকারের পরিকল্পনা এবং দেশে দ্রুত নগরায়ণ ইস্পাত শিল্পকে চাঙ্গা করে তুলবে।” নিজস্ব ব্যবহারের জন্য বিদ্যুৎ উৎপাদন বাড়াতেও সেল একটি পরিকল্পনা হাতে নিয়েছে। ওই বিদ্যুৎ উৎপাদন ১ হাজার মেগাওয়াট থেকে বাড়িয়ে ১৮০০ মেগাওয়াটে নিয়ে যাওয়াই কর্তৃপক্ষের লক্ষ্য। এর জন্য সেল এবং এনটিপিসি-র যৌথ উদ্যোগ এনটিপিসি-সেল পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (এনএসপিসিএল) ভিলাই এবং রউরকেলাতে দুটি নতুন বিদ্যুৎ প্রকল্প তৈরির সম্ভাবনা খতিয়ে দেখতে সমীক্ষা শুরু করেছে। |