কম দামি বড় গাড়িই নজর টানছে ক্রেতার
গাড়ি ব্যবসায় উলটপূরাণ।
ছোট ও মাঝারি গাড়ি বিক্রি করতে গিয়ে সংস্থাগুলি যখন হিমসিম খাচ্ছে, ‘সস্তা’র বড় গাড়ি (‘ইউটিলিটি ভেহিকল’ বা ইউভি) তখন ক্রেতাদের নজর টানছে। এতটাই যে, চাহিদার দৌড়ে ছোট ও মাঝারি গাড়িকে বহু কদম পিছনে ফেলে দিচ্ছে তারা। উৎসবের মরসুম শুরু হওয়ার আগে মহীন্দ্রার মতো বিভিন্ন সংস্থা তাই সেই বাজারকেই পাখির চোখ করছে।
সস্তার ইউভি বা বিভিন্ন ধরনের ব্যবহারের উপযোগী গাড়ি ‘কুয়ান্টো’ বাজারে এনেছে মহীন্দ্রা। প্রচলিত ধারণা ভেঙে যা দৈর্ঘ্যে চার মিটারেরও কম। কলকাতায় ডিজেল চালিত এই গাড়ির দাম (এক্স-শোরুম) ৬.২৩ থেকে ৭.৮৩ লক্ষ টাকার মধ্যে। শীঘ্রই মহীন্দ্রা গোষ্ঠীর রেক্সটন, নিসানের ইভালিয়া, ফোর্ডের ইকোস্পোর্ট, রেনো-র ডাস্টার-সহ একগুচ্ছ নতুন এ ধরনের গাড়ি বাজারে আসার কথা।
ভারতের গাড়ি বাজারের প্রায় ৭০ শতাংশই এখনও ছোট গাড়ির দখলে। এক বছর আগেও ইউভি-র বাজার ছিল ১৩ শতাংশের মতো। চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ১৯ শতাংশেরও বেশি। প্যাসেঞ্জার-কার বা সাধারণ যাত্রী-গাড়ির বিক্রি এপ্রিল থেকে অগস্টের হিসেবে ২০১১-’১২ সালের চেয়ে ২০১২-’১৩-তে বেড়েছে মাত্র ০.৮৬%। সেখানে ইউভি গাড়ির বিক্রি বেড়েছে ৫৭%। আর শুধু অগস্টে সাধারণ যাত্রী-গাড়ির বিক্রি যখন গত বারের চেয়ে কমেছে, ইউভি-র বিক্রি তখন বেড়েছে ৭০%।
বদলে যাওয়া বাজার
কিন্তু দেশ জুড়ে আর্থিক শ্লথগতির মধ্যেও কী করে বাড়ছে বড় গাড়ি কেনার প্রবণতা, যেখানে ছোট ও মাঝারি গাড়ির বিক্রিই ধাক্কা খাচ্ছে?
এ প্রসঙ্গে মহীন্দ্রার কর্তা রঞ্জন কুমার মিত্রের বক্তব্য, ভারতীয়দের জীবনযাত্রার ধরনে বদল আসছে। বাড়ছে সপ্তাহভর কাজ করে সপ্তাহান্তে ছুটি কাটাতে বেরিয়ে পড়ার প্রবণতা। সেই সঙ্গে বাড়ছে ডিজেল গাড়ির চাহিদা। এই সমস্ত চাহিদা পূরণ করতে পারে একমাত্র ইউভি বা একইসঙ্গে বিভিন্ন কাজে ব্যবহারের উপযোগী গাড়ি।
ঠিক বিদেশে যে ধরনের গাড়ি কেনার চল রয়েছে।
কিন্তু এত দিন এ ধরনের গাড়ির বাজারে বৈচিত্র্য তেমন ছিল না। হাতে গোনা যে-সব ইউভি মিলত, তার দামও ছিল অনেকটাই বেশি।
নিত্য নতুন গাড়ি বাজারে আসা এবং আয়ত্তের মধ্যে দাম, এই দুটি বিষয়ই ইউভি গাড়ির বাজার বাড়ায় নতুন ইন্ধন জুগিয়েছে। এমনটাই মনে করছেন উপদেষ্টা সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ং-এর গাড়ি বিশেষজ্ঞ রাকেশ বাত্রা। প্রসঙ্গত তিনি উল্লেখ করেন, বছর খানেক আগে মহীন্দ্রার ‘এক্সইউভি ৫০০’ গাড়িটি বাজারে এসে এ ধরনের গাড়ির বৈচিত্র্যের পরিধি বাড়িয়েছিল। তারপর এসেছে মারুতির আর্টিগা। তবে তাঁদের হিসেবে, ১৫ লক্ষ টাকার বেশি দামি ইউভি-র বাজার কিন্তু হয় কমেছে বা একই রকম রয়েছে। বাজিমাত করছে সস্তার ইউভি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.