এ বার পুরনো ঋণগ্রহীতাদের স্বস্তি দিতে উদ্যোগী হল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। যাঁরা ২০১০ সালের জুলাই মাসের আগে ঋণ নিয়েছেন, তাঁদের জন্য বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট (বিপিএলআর) ২৫ বেসিস পয়েন্ট কমাল ব্যাঙ্ক। এই হার দাঁড়াল ১৪.৫০%। বিপিএলআর-এর ভিত্তিতেই ওই সব ঋণে সুদ স্থির করা হয়। ২০১০-এর জুলাইয়ের পরে বিপিএলআরের বদলে চালু হয় বেস রেট। যা ১৮ সেপ্টেম্বরই কমিয়েছে ব্যাঙ্ক। তবে ব্যাঙ্কের দেওয়া মোট ৭.৮১ লক্ষ কোটি টাকা ঘরোয়া ঋণের মধ্যে এখনও ১ লক্ষ কোটি বিপিএলআরের ভিত্তিতে মঞ্জুর করা ঋণ। ২৭ সেপ্টেম্বর থেকে নয়া হার চালু হবে বলে ব্যাঙ্ক সূত্রের খবর।
|
• ইসুক সাকাকিবাড়া মুম্বই ভিত্তিক অ্যাভেন্ডাস ক্যাপিটালের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন। তিনি অর্থনীতিবিদ ও জাপানের প্রাক্তন সহকারী অর্থমন্ত্রী।
• শেফ সঞ্জীব কপূর টাটা ই-শক্তি ডালের বিপণন দূত নিযুক্ত হয়েছেন।
• জেরেমি হান্টার হেঙ্কেল অ্যাডহেসিভ টেকনোলজিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর প্রেসিডেন্ট হয়েছেন। |