আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফের ডাকাতির ঘটনা ঘটল ইসলামপুরে। বৃহস্পতিবার গভীর রাতে ইসলামপুর শহরের লোকনাথ কলোনিতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, এলাকার পম্পা সরকারের বাড়িতে হানা দেয় ১০-১২ জনের একটি দুষ্কৃতী দল। পম্পাদেবী সেই সময় ছেলে ও মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। বাড়ির দরজা ভেঙে পাঁচ জন দুষ্কৃতী ভিতরে ঢোকে। দুষ্কৃতীরা পম্পাদেবীর মাথায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ১২ হাজার টাকা নগদ ও সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। পম্পাদেবী জানান, স্বামী কর্মসূত্রে গুজরাতে থাকেন। বাড়িতে একাই ছিলাম। ঘটনা টেরে পেয়ে এলাকার বাসিন্দারা দুষ্কৃতীদের তাড়া করলে তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিহারের দিকে পালিয়ে যায়। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “দুষ্কৃতীরা বিহারের বলে মনে হচ্ছে। তদন্ত চলছে।” শহরের একের পর এক চুরি ও ডাকাতির ঘটনা ঘটায় আতঙ্কে ভুগছেন এলাকার বাসিন্দারা। তাঁরা জানান, গত ১৫ সেপ্টেম্বর শহরের বিহারমোড় এলাকাতে এক ব্যবসায়ীর বাড়িতে লক্ষাধিক টাকার সোনার গয়না লুঠ করে পালায় দুষ্কৃতীরা। ১৯ সেপ্টেম্বর দুপুরে পাওয়ারহাউস পাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। অভিযোগ, পুলিশের নজরদারির অভাবেই একের পর এক ঘটনা ঘটে চলছে। পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, “পুলিশকে দুষ্কৃতীদের ধরার পাশাপাশি শহরে নজরদারি বাড়াতে বলেছি।” ইসলামপুরের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র দামোদর অগ্রবাল বলেন, “পুজোর মুখে পর পর চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। পুলিশকে ব্যবস্থা নিতে হবে।”
|
ব্যবসায়ীদের সঙ্গে তৃণমূল কংগ্রেস সমর্থকদের গোলমালে উত্তেজনা ছড়াল মাথাভাঙায়। শুক্রবার দুপুরে ওই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বন্ধের দিন মাথাভাঙার একদল ব্যবসায়ীর সঙ্গে তৃণমূল কর্মীদের গোলমাল হয়। ব্যবসায়ী সমিতির অফিসও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শুক্রবার ঘটনার প্রতিবাদে মাথাভাঙা মহকুমা শাসকের কাছে মিছিল করে স্মারকলিপি দিতে যান ব্যবসায়ীরা। মাথাভাঙা চৌপথিতে মিছিলে এক দল তৃণমূল কর্মী হামলা চালান বলে অভিযোগ। এক ব্যবসায়ীর গাড়িও ভাঙচুর করা হয়। পরে বনমন্ত্রীর সঙ্গে তৃণমূল নেতা ও ব্যবসায়ীরা আলোচনার মাধ্যমে সমস্যা মেটে। ব্যবসায়ীদের তরফে রানা গোস্বামী বলেন, “স্মারকলিপি দিতে যাওয়ার সময় তৃণমূলের পতাকা নিয়ে একদল লোক হামলা চালায়। উত্তেজনায় শহরে দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে বনমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মিটেছে।” বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “তৃণমূলের বিরুদ্ধে ব্যবসায়ীদের কয়েকজন মাইকে প্রচার করায় গোলমালের সূত্রপাত। এই নিয়ে যাতে আর কোনও সমস্যা না হয় তা এসডিপিওকে দেখতে বলেছি।”
|
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মালদহের চাঁচলের মহানন্দপুর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। শুক্রবার সকালে অভিযোগ পেয়েই নাবালিকার মেডিক্যাল টেস্ট করায় পুলিশ। ঘটনার পর অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।” একটি পুকুর লাগোয়া এলাকায় একা পেয়ে ওই যুবক নাবালিকাটিকে ধর্ষণ করে বলে অভিযোগ।
|
গ্যাসের দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল এলাকার বাসিন্দারা। শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুরের ডালখোলা পাতিমিল এলাকায় প্রায় ২ ঘণ্টা ধরে ওই অবরোধ হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে বুকিং করার পরেও গ্যাস পান না গ্রাহকেরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
|
দক্ষিণ দিনাজপুরে জনতা দল (ইউনাইটেড)-এর আত্মপ্রকাশ ঘটল। বৃহস্পতিবার গঙ্গারামপুরে দলের রাজ্য সভাপতি অমিতাভ দত্ত এবং রাজ্য সাধারণ সম্পাদক সাধন তালুকদারের উপস্থিতিতে ১৭ জনের জেলা কমিটি গঠিত হয়েছে। জেলা সম্পাদক মনোনীত হন গঙ্গারামপুরের মৃদুল ঘোষ। দলের রাজ্য সভাপতি এ দিন জানান, আগামী পঞ্চায়েত ভোটে জেলায় জনতা দল লড়াই করবে।
|
শিক্ষা ক্ষেত্রে ইভটিজিং-সহ নানা হয়রানি রোগে এবার স্কুলের ছাত্রছাত্রীদের সচেতনতা বাড়াতে উদ্যোগী হল প্রশাসন। শুক্রবার বালুরঘাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে গিয়ে জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি নিজের মোবাইল নম্বর দিয়ে সমস্যা পড়লে ছাত্রছাত্রীদের জানাতে বলেন। পুলিশ সুপার জানান, পুলিশের উদ্যোগে জেলার এই নিয়ে প্রতিটি স্কুলে কর্মশালা করা হবে। |