থানায় তৃণমূল
কংগ্রেসের বিরুদ্ধে উস্কানির অভিযোগ
ভারত-বন্ধের দিন হরিরামপুরের জনসভায় উসকানিমূলক বক্তব্য রাখার অভিযোগে দক্ষিণ দিনাজপুরের জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার ওই অভিযোগ দায়েরের পরে হরিরামপুরে মিছিল করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের হরিরামপুরের শুভাশিস পালের অভিযোগ, “প্রকাশ্যে উসকানি ও হুমকি দেওয়ার অভিযোগে কংগ্রেস জেলা সভাপতির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। তাঁকে গ্রেফতার করতে হবে। ওই দাবিতে টানা বিক্ষোভ-মিছিল, সভা হবে।” দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “সবে জেলার দায়িত্ব নিয়েছি। হরিরামপুরের ঘটনা সম্পর্কে এখনও কিছু জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।” যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জনবাবু উসকানির বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, “হরিরামপুরে কংগ্রেস কর্মীদের উপর একের পর এক হামলা ও পার্টি অফিস দখলের অভিযোগ রয়েছে। হরিরামপুরে দলের নেতা রুস্তম আলি, মিজানুর রহমান, খলিলুর রহমান এবং জেলা পরিষদের বিরোধী নেত্রী নার্গিস বানু চৌধুরীকে টেলিফোনে হুমকি দেওয়ার অভিযোগও থানায় জানানো হয়েছে। পুলিশ সুপারও জানেন। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই সভায় বলেছি, হরিরামপুরে একজন কংগ্রেস কর্মীর গায়ে হাত পড়লে বালুরঘাটে পাঁচজন তৃণমূল কর্মীর গায়েও হাত পড়বে।” তাঁর দাবি, “এটা রাজনৈতিক বক্তব্য। এর মধ্যে উসকানির কিছু নেই।” কংগ্রেসের দাবি, বৃহস্পতিবার হরিরামপুরে ওই সভায় ভিড় উপচে পড়ে। সে কারণেই পায়ের তলার মাটি সরে গিয়েছে বুঝতে পেরে মিথ্যে অভিযোগের রাস্তায় তৃণমূল হাঁটছে বলে নীলাঞ্জনবাবুর অভিযোগ। দল সূত্রের খবর, হরিরামপুর ব্লকে কংগ্রেসের প্রাক্তন নেতা শুভাশিস পালের নেতৃত্বে একটা বড় অংশ তৃণমূলে যোগ দেওয়ার পরে ঘটনার সূত্রপাত। প্রদেশ কংগ্রেস মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র বলেন, “হরিরামপুরে কংগ্রেসের দলীয় অফিস ১৯৭২ সালে তৈরি। তিনবার পুলিশ-প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়ে পার্টি অফিসটি দখলমুক্ত করার আবেদন করেছি। তাতে কাজ হয়নি। তাই ওই দিন সবা করে পুলিশ-প্রশাসনকে সতর্ক করা হয়েছে। না হলে আমরা অনশনে বসব।” কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া হরিরামপুরের নেতা ওমপ্রকাশ জয়সওয়াল দলে ফিরেছেন। ২৪ সেপ্টেম্বর রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতালের জমি অধিগ্রহণের দাবিতে তপন ব্লকে সভা করবে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য, বিধায়ক দীপা দাসমুন্সী, সুখবিলাস বর্মা, ওমপ্রকাশ মিশ্র সেখানে উপস্থিত হবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.