|
|
|
|
বাসভাড়া বৃদ্ধির আশ্বাস দিইনি, বললেন মদন |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সরকারি তরফে সুনির্দিষ্ট আশ্বাস পেয়েই তারা একটানা ধর্মঘট স্থগিত রাখছে বলে জানিয়েছিল বাস-মালিক সংগঠন। কিন্তু পরিবহণমন্ত্রী মদন মিত্র শুক্রবার সাফ জানিয়ে দিলেন, রাজ্য সরকার ভাড়া বাড়ানোর ব্যাপারে বাস-মালিকদের কোনও আশ্বাসই দেয়নি। মন্ত্রীর এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন বাস-মালিক সংগঠনের প্রতিনিধিরা। ভাড়া না-বাড়ালে আর বাস চালানো যাবে না বলেও এ দিন ফের জানিয়ে দিয়েছেন তাঁরা।
সোমবার থেকে বেসরকারি বাসের লাগাতার ধর্মঘটের পরে বাস-মালিকদের দু’টি সংগঠন গত বুধবার পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে। বৈঠকের পরে সংগঠন দু’টির তরফে জানানো হয়, মদনবাবুর থেকে ভাড়া বাড়ানোর বিষয়ে নিশ্চিত আশ্বাস পাওয়ার পরেই তারা ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু পরিবহণমন্ত্রী এ দিন মহাকরণে বলে দেন, “ভাড়া বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়নি। বলা হয়েছে, আপনাদের অসুবিধা সরকার সহানুভূতির সঙ্গে দেখবে।”
বাসের ভাড়া না-বাড়ানোটা নতুন সরকারের ঘোষিত অবস্থান। কিন্তু কেন্দ্র জ্বালানির দাম বাড়ানোর পরেই ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘট শুরু করে বেসরকারি বাস সংগঠন। এই অবস্থায় ভাড়া বৃদ্ধির আশ্বাস যদি না-ই দেওয়া হবে, সে-ক্ষেত্রে ‘সহানুভূতি’র সঙ্গে দেখা বলতে কী বোঝানো হচ্ছে? মন্ত্রী এর ব্যাখ্যা দেননি।
মন্ত্রীর এ দিনের বক্তব্য ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন দু’টি বাস সংগঠনের নেতারা। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের নেতা সাধন দাস এবং বেঙ্গল বাস সিন্ডিকেটের নেতা দীপক সরকার বলেন, “ভাড়া বাড়ানোর নিশ্চিত আশ্বাস না-পেলে কী শুনে ধর্মঘট স্থগিত রাখলাম!” মন্ত্রী তো পরিষ্কার বললেন, ভাড়া বাড়ানোর আশ্বাস দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে আপনারা কি ফের ধর্মঘটে যাবেন? জবাবে সাধনবাবু ও দীপকবাবু বলেন, “এ ব্যাপারে অবশ্যই মন্ত্রীর সঙ্গে কথা বলব। কিন্তু ভাড়া না-বাড়ালে আমরা আর বাস চালাতে পারব না।” ‘স্পষ্ট আশ্বাস’-এর কথা তুলেছে লাক্সারি ট্যাক্সি সমিতিও। বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে চাপান-উতোরের মধ্যেই এ দিন জয়েন্ট কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, পরিবহণমন্ত্রীর কাছ থেকে ভাড়া বাড়ানোর বিষয়ে স্পষ্ট আশ্বাস পেয়েই আজ, শনিবার ভোর থেকে ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের দুই নেতা সুব্রত ঘোষ ও সৈকত পাল বলেন, “৮ অক্টোবরের মধ্যে লাক্সারি ট্যাক্সির ভাড়া বাড়ানোর বিষয়ে সরকার সিদ্ধান্ত না-নিলে আমরা মহাকরণে গিয়েই পরিবহণমন্ত্রীর কাছে পারমিট ও ট্যাক্সির চাবি জমা দিয়ে যাব। কারণ, এ ভাবে আর লাক্সারি ট্যাক্সি চালানো সম্ভব নয়।” সুব্রতবাবুরা জানান, এ রাজ্যে প্রায় ৩০ হাজার লাক্সারি ট্যাক্সি চলে। তার মধ্যে ১১ হাজারই সরকারের বিভিন্ন দফতরে ভাড়া খাটে বলে তাঁদের দাবি। |
|
|
|
|
|