তৃণমূলের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ইঁদপুর |
সিপিএমের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া-সহ এক গুচ্ছ অভিযোগ তুলে স্মারকলিপি দিল তৃণমূল। ইঁদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি দানেশ নাথের বিরুদ্ধে এই অভিযোগ তুলে শুক্রবার তাঁর কার্যালয়ে গিয়ে বিক্ষোভও দেখানো হয়। ইঁদপুর ব্লক যুব তৃণমূল সভাপতি অসীম পাঠকের অভিযোগ, “সিপিএম পরিচালিত এই পঞ্চায়েত সমিতির সভাপতি এলাকায় বিভিন্ন প্রকল্পের কাজের বরাত তাঁর পেটোয়া কিছু ঠিকাদারকে ‘পাইয়ে দিচ্ছেন’। পঞ্চায়েত সমিতি কমিউনিটি হল তৈরির কাজেও দুর্নীতি করেছে। আবার আমাদের দলের দখলে থাকা রঘুনাথপুর ও হাটগ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে অসহায়তা করছে।” দানেশবাবুর দাবি, “সরকারি নিয়ম মেনেই সব কাজ করা হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি কাউকে কাজ পাইয়ে দিইনি। কোনও দুর্নীতি হয়নি। রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।”
|
পোস্তর খোল আটক, ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
বেআইনি পোস্তর খোল পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখ কালাম। তার বাড়ি পাত্রসায়রের ধারিমপুর গ্রামে। শুক্রবার দুপুরে পাত্রসায়র থানার দুধপুকুর মোড় থেকে মোটরবাইক-সহ তাকে আটক করা হয়। পুলিশের দাবি, তার কাছ থেকে নিষিদ্ধ নেশা সামগ্রী পাঁচ কিলোগ্রাম পোস্তর খোল আটক করা হয়। পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “ধগড়িয়া থেকে খণ্ডঘোষের রাস্তায় কোনও মোটরবাইক আরোহী বেআইনি মাদক তৈরির কিছু উপকরণ নিয়ে যাচ্ছে বলে আগাম খবর ছিল। সেই খবরের ভিত্তিতে ওই রাস্তায় হানা দিয়ে শেখ কালামকে ধরা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচ কেজি পোস্তর খোল।” মোটরবাইকটিও আটক করা হয়েছে। মাদকপাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
|
উদ্যোক্তাদের বিরুদ্ধে ব্যবস্থা
নিজস্ব সংবাদদাতা • হুড়া |
হুড়ার বড়গ্রামে বিশ্বকর্মা পুজোর বিসর্জনের মাইক বা সাউন্ড বক্স বাজানো ও শোভাযাত্রা করার জন্য আগাম অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করল প্রশাসন। বুধবার রাতে বড়গ্রামে বিশ্বকর্মা ভাসানের শোভাযাত্রার একটি গাড়িতে থাকা জেনারেটরের বেল্ট জড়িয়ে এক বালকের দেহ জড়িয়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। পুরুলিয়ার মহকুমা শাসক (সদর) শঙ্কর নস্কর শুক্রবার বলেন, “ওই শোভাযাত্রা ও মাইক ব্যবহারের কোনও অনুমতি ছিল না। উদ্যোক্তাদের বিরুদ্ধে এ জন্য ব্যবস্থা নেওয়া হবে।” বালকের মৃত্যুর ঘটনায় পুলিশ গাড়ির মালিক, জেনারেটরের মালিক ও পুজোর চার উদ্যোক্তা-সহ ছ’জনের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পলাতক। শুক্রবার পর্যন্ত অভিযুক্তদের ধরা যায়নি। |