আবাসিক ছাত্রদের মারধরে অভিযুক্তদের শাস্তির দাবিতে বিশ্বভারতীর ছাত্র পরিচালককে দীঘর্ক্ষণ গাড়ি আটকে বিক্ষোভ দেখাল পূর্বপল্লি ছাত্রাবাসের আবাসিকদের একাংশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে ৩টে পর্যন্ত পরিচালকের দফতরে এবং গাড়ির সামনে ওই বিক্ষোভ চলে।
বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পূর্বপল্লি ছাত্রাবাসের ছয় আবাসিক ছাত্রের বিরুদ্ধে বিশৃঙ্খলা করার অভিযোগ উঠেছিল। এ বিষয়ে উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত-সহ বিশ্বভারতীর বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ জানিয়েছিল পূর্বপল্লি ছাত্রাবাসের আবাসিকদেরই একাংশ। অভিযোগকারীদের পক্ষে জামশেদ আলি খান, সুজিত মাঝি বলেন, “বারবার জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ আমাদের অভিযোগকে কোনও গুরুত্বই দিচ্ছে না। |
গাড়ি আটকে বিক্ষোভ। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
উল্টে অভিযুক্ত ওই আবাসিকেরাই হুমকি দেওয়ার পাশাপাশি আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ছাত্রাবাসে নিরাপত্তার দাবিতেই আজকের আন্দোলন।” এ দিকে, অভিযুক্ত ছয় ছাত্র তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তাঁরা অভিযোগকারী ছাত্রদেরই একাংশের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে পাল্টা লিখিত অভিযোগ জানিয়েছে।
বিশ্বভারতীর ছাত্র পরিচালক শমিত রায় বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের সতর্কও করে দেওয়া হয়েছে। বিশ্বভারতীর নিয়মানুযায়ী উপাচার্যের নির্দেশ মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তাঁর দাবি, বৃহস্পতিবারই বিশ্বভারতীর ছাত্রাবাসগুলিতে বেআইনি ভাবে ঘর দখলকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে ঘর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশে আরও বলা হয়েছে রাত ১০টার পর উপযুক্ত কারণ ছাড়া বহিরাগত কাউকে কোনও ছাত্রাবাসে প্রবেশ করতে দেওয়া হবে না। |