নাটক সমালোচনা...
অন্য রবীন্দ্রনাথ
ই ধরনের পরীক্ষা বাংলা নাটকে সম্ভবত প্রথম দেখা গেল। রবীন্দ্রনাথ চিঠি লিখছেন পারুলকে। ১৯৩১ থেকে ১৯৪১। সাত বছরের সময়কাল। মোট চিঠি ৫৭টি। শুধুমাত্র চিঠির উপর নির্ভর করে একটা নাট্যরূপ নির্মাণ এবং তার মঞ্চায়নকে অভিনব বলতেই হয়। সেই সঙ্গে এটাও অনস্বীকার্য, অন্য স্বাদের এই পরীক্ষায় অনেকটাই সফল নাট্যকার শর্মিলা মৈত্র এবং নির্দেশক সুরঞ্জনা দাশগুপ্তের যুগলবন্দি। নাটকের নাম ‘পারুল বনে রবি’। প্রযোজনা ‘নির্বাক অভিনয় অ্যাকাডেমি’।
রায়বাড়ির পুত্রবধূ ছিলেন পারুল। বাপের বাড়ি বরাহনগরে। প্রাচীন রীতি অনুসারে অল্প বয়সে তাঁর বিয়ে হয়। মাত্র চোদ্দো বছর বয়সে বিয়ের পর পারুল সন্তানসম্ভবা হন। কিন্তু মৃত সন্তান প্রসব করেন। উনিশ শতকের গোঁড়া সমাজ ব্যবস্থায় তাঁকে অশেষ বিড়ম্বনার সম্মুখীন হতে হয়।
‘পারুল বনে রবি’ নাটকে

ভাগ্যাহতা এবং তিতিবিরক্ত পারুল হতাশায় ডুবে যান। ঠিক এমনই এক মুহুর্তে পারুল দেখা পান রবীন্দ্রনাথের। পারুলের বাবা শরৎচন্দ্র লাহিড়ি তাঁকে নিয়ে যান বিশ্বকবির কাছে। তার পর থেকে রবি ঠাকুরের সঙ্গে পারুলের সংযোগ ঘটেছে চিঠিপত্রের মাধ্যমে। বাস্তবে এই সময়ে পারুলের হতাশা দূর হয়, নতুন করে বাঁচার ইচ্ছে জেগে ওঠে। কবি সাত বছরে মোট সাতান্নটি পত্র লেখেন পারুল দেবীকে। যেখানে আমরা এক অন্য রবীন্দ্রনাথকে খুঁজে পাই। দাদু, শুধুই পারুলের দাদু।
নাটকে উনবিংশ শতকের নারী লাঞ্ছনাকে ব্যবহার করার মতো সুস্বাদু মশলা ছিল সুরঞ্জনার হাতে। কিন্তু তিনি সে পথে যাননি। উল্টে শুধুমাত্র চিঠিগুলিতে মূর্ত আবেগ আদানপ্রদানকে ব্যবহার করেছেন। যার স্বার্থক অনুষঙ্গ হয়ে উঠেছে কখনও নিরাভরণ মঞ্চের ডান দিকের চারটি খুঁটি। কখনও পারুলের সঞ্চয় একটি প্যাঁটরা। হাল্কা আলোয় উজ্জ্বল সে প্যাঁটরা। সেখানেই রবি ঠাকুরের চিঠিগুলি সুরক্ষিত। যা প্রতীকীও। ঘুরে ফিরে এসেছে রবীন্দ্রসঙ্গীত। কখনও নৃত্য। পারুল ক্রমশ পরিপূর্ণ হয়। কথাকলি দেব তাঁকে হুবহু ফুটিয়ে তোলেন। শুভাশিস মুখোপাধ্যায়ের পত্রপাঠে যা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। যথাযথ সৌভিক নাগ, গোপা আচার্য, সোনাল ভট্টাচার্যরাও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.