নানা রকম...
দেহভঙ্গির সঙ্গীত
রবীন্দ্রনাথের নিজস্ব চিন্তার রূপ। সাম্প্রতিক প্রযোজনা ‘দখিনা পবন’-এ গানের আত্মাকে বাঙ্ময় করে তুলেছেন থাঙ্কমণি কুট্টি, যা সম্প্রতি মঞ্চস্থ হল কলামণ্ডলমের প্রযোজনায় আইসিসিআর প্রেক্ষাগৃহে। স্ক্রিপ্ট দেবাশিস রায়, পরিচালনা বরুণ চন্দের, ভাষ্যপাঠ সোমনাথজি কুট্টির। মূল দক্ষিণ ভারতীয় গান ও তার থেকে ভাঙা রবীন্দ্রগান। মূল গানে ভারতনাট্যমের প্রয়োগ, রবীন্দ্রনৃত্যে অসামান্য ঝলসে ওঠা নৃত্যশীলতা। থাঙ্কমণি ডুব দিয়েছেন রবীন্দ্রগানে। অনুভব করেছেন তার সত্যকে। প্রায় বেশিটাই সমবেত নৃত্যবিন্যাস। রবীন্দ্রনৃত্যে সেই অধরার আভাস যাকে রবীন্দ্রনাথ বলেছেন ‘দেহভঙ্গির সঙ্গীত’। তাকে বজায় রেখে থাঙ্কমণি ভরতনাট্যমের সৌন্দর্যকে ভেঙে সৃষ্টি করেছেন এক অন্যতম রবীন্দ্র-নৃত্যভাবনা। এখানে ব্যবহৃত হয়েছে মূল রাগসঙ্গীতগুলি এবং তার সঙ্গে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’, ‘এ কি লাবণ্যে পূর্ণ প্রাণ’, ‘বিশ্ববীণা রবে’, ‘বাসন্তী হে’, ‘বাজে করুণ সুরে’ প্রভৃতি ভাঙা গানের সম্ভার। গানে ছিলেন সুকুমারজি কুট্টি এবং স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।

মন কেড়ে নেয়
সম্প্রতি ‘মনোমঞ্জরী’র আয়োজনে বেলঘরিয়ার নজরুল মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার শুরুতে শিশুশিল্পী সাগ্নিকের গাওয়া ইমনের লক্ষণগীতটি সবার মন কেড়ে নেয়। পরবর্তী অনুষ্ঠান ছিল অরবিন্দ পালের বেহালা বাদন। বেহালায় পরিবেশিত হল রাগ পটদীপ। প্রথমে সংক্ষিপ্ত আলাপ এবং পরে যথাক্রমে ঝাঁপতাল ও ত্রিতালে গত পরিবেশন করেন। সুরেলা সাবলীল। তবলায় যথাযথ সঙ্গত করেন সুদীপ ঘোষাল। এর পর সেতারে রাগ পুরিয়া কল্যাণ পরিবেশন করেন সৌম্য আঢ্য। প্রথমে বিস্তৃত আলাপ এবং পরে বিলম্বিত ত্রিতালে মসিদখানী গত ও তার পরে দ্রুত ত্রিতালে গত পরিবেশিত হয়। রাগরূপায়ণে শিল্পী যথেষ্ট যত্নশীল। এ ছাড়া মিড়, গমক, লয়কারী ও দ্রুততালে সহযোগিতা করেন সন্দীপ চট্টোপাধ্যায়।
অনুষ্ঠানের শেষ শিল্পী ছিলেন তপন সরকার। পরিবেশন করেন রাগ বাগেশ্রী। শিল্পী অল্প আলাপ করে তারপর বিলম্বিত একতাল ও দ্রুত ত্রিতালে খেয়াল গাইলেন। শিল্পীর পরিণত রাগদারী ও সুরেলা কণ্ঠস্বর শ্রোতাদের আবিষ্ট করে। হারমোনিয়ামে সহযোগিতা করেন মৌ সাহা এবং তবলায় সঙ্গত করেন সুদীপ ঘোষাল।

শুনতে হলে
লালন ফকির
নির্বাচিত গানের
সংকলন। ইউ ডি থেকে
প্রকাশিত ডবল প্যাক।
টেগোর টাইমলেস
রবীন্দ্রসঙ্গীত রূপঙ্করের
কণ্ঠে। ৯টি গান।
সিডি। সাগরিকা।
প্রাণের পরে
রবীন্দ্রসঙ্গীতে নন্দিনী
ও অভিজিৎ।
সিডি। রাগা।
ফুলে ফুলে
রবীন্দ্রসঙ্গীত অলকা
ইয়াগনিকের কণ্ঠে। ৯টি গান।
সিডি। আশা।
রবীন্দ্রগানে
শঙ্খ বন্দ্যোপাধ্যায়।
১৩টি গান।
পি রেকর্ডস।
শিব গনেশ বন্দনা
ভক্তিগীতি
তাপসী রায়চৌধুরীর।
সিডি। কসমিক থেকে প্রকাশিত।
মধুগন্ধে ভরা
গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর।
শিল্পী: মনিতা ঘোষ।
মেগাফোন থেকে প্রকাশিত।
বন্দেমাতরম
দেশাত্মবোধক গান
সুনন্দা ঘোষের কণ্ঠে।
সিডি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.