সভাপতি গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
দুর্নীতির অভিযোগে স্কুল পরিচালন সমিতির সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে ক্যানিং হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত বুদ্ধিশ্বর হাজরার বাড়ি বাসন্তীর কুমিরমারি গ্রামে। এ দিন তাকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, বাসন্তীর মহেশপুর প্রফুল্ল বালিকা বিদ্যালয়ের ছাত্রীসংখ্যা বেশি দেখিয়ে মিডডে মিলের চাল চুরি-সহ একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে বুদ্ধিশ্বর এবং প্রধান শিক্ষিকা দীপালি দেবনাথের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন বাসন্তীর বিডিও। গত ২ জুলাই এ ব্যাপারে বুদ্ধিশ্বর এবং দিপালীর বিরুদ্ধে থানায় এফআইআর করেন। এরপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন দুই অভিযুক্ত। এ দিন বুদ্ধিশ্বরকে গ্রেফতার করা হয়।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • উস্থি |
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক চালকের। শুক্রবার বিকেলে ডায়মন্ড হারবারে ১১৭ নম্বর জাতীয় সড়কের বুনোরহাট মোড়ের ওই ঘটনায় জখম হয়েছেন আরও এক জন। তাঁদের স্থানীয় একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। মৃত যুবকের নাম আব্দুল হক মোল্লা (২৪)। বাড়ি উস্থির অযোধ্যানগর গ্রামে। পুলিশ জানিয়েছে, এ দিন বিকেল ৩টে নাগাদ বাগদা গ্রামের এক বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন ওই যুবক। উল্টো দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
|
সোনারপুরে এক চিকিৎসক ও তাঁর স্ত্রীকে মারধর করে টাকা-গয়না ও মোবাইল লুঠের অভিযোগে গ্রেফতার হল রঞ্জিত চৌধুরী নামে এক দুষ্কৃতী। বৃহস্পতিবার, নরেন্দ্রপুর থেকে। পুলিশের দাবি, জেরায় রঞ্জিত দোষ স্বীকার করেছে। মিলেছে মোবাইলটি।
|
অনুষ্ঠান-বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক রাঁধুনির। বৃহস্পতিবার, ব্যারাকপুরে। মৃতের নাম শম্ভুনাথ নায়েক (৩০)। শুক্রবার কসবায় অস্বাভাবিক মৃত্যু হয় দেবাশিস দাস (২৬) নামে এক তরুণের।
|
সুটিয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম সাক্ষী বরুণ বিশ্বাস খুনের ঘটনায় ধৃত দেবাশিস সরকার, ভীমসেন বিশ্বাস, ও বিশ্বজিৎ বিশ্বাসের জামিনের আবেদন শুক্রবার নাকচ করল বনগাঁ আদালত।
|
‘প্লেসমেন্ট’ বা চাকরির দাবিতে পানিহাটিতে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে শুক্রবার রাত পর্যন্ত ঘেরাও এবং বিক্ষোভ চলে। |