নোটিফায়েডে সমর্থন তুলল উন্নয়ন পরিষদ
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
বোর্ড গঠনের মাত্র এগারো মাসের মধ্যে তৃণমূল পরিচালিত নদিয়ার তাহেরপুর নোটিফায়েড থেকে সমর্থন তুলে নিল স্থানীয় উন্নয়ন পরিষদের ৪ কাউন্সিলর। এরফলে বোর্ড ধরে রাখতে সমস্যায় পড়তে পারে ক্ষমতাসীন তৃণমূল। ১৩ সদস্য বিশিষ্ট তাহেরপুর নোটিফায়েডে তৃণমূল কংগ্রেস ৬, সিপিএম ৬ ও একটি আসনে জয়ী হয় নির্দল প্রার্থী। সিপিএমের ৪ সদস্য দলত্যাগ করে স্থানীয় উন্নয়ন পরিষদ গঠন করে। তৃণমূল উন্নয়ন পরিষদ ও নির্দল সদস্যের সমর্থনে বোর্ড গঠন করে। বোর্ড গঠনের কিছুদিন পরেই নির্দল সদস্য তৃণমূলের সঙ্গ ত্যাগ করে। উন্নয়ন পরিষদের ৪ সদস্যের সমর্থনে বোর্ড চালাতে থাকে তৃণমূল। বুধবার ওই চার সদস্য সমর্থন তুলে নেন। ফলে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। উন্নয়ন পরিষদের সম্পাদক কৃষ্ণ দত্ত বলেন, “আমাদের অন্ধকারে রেখে বোর্ড চালানো হচ্ছিল। তাই ইস্তাফার সিদ্ধান্ত।” অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান সুব্রত শীল বলেন, “ আমরা ওঁদের নিয়েই কাজ করেছি। এখনও পর্যন্ত উন্নয়ন পরিষদের সদস্যেরা অনাস্থা প্রস্তাবও আনেননি। মৌখিকভাবে আস্থা প্রদর্শণের কথা বলেছে।” রানাঘাটের মহকুমা শাসক সুমন কুমার ঘোষ বলেন, “চারজন কাউন্সিলর তাঁদের সমর্থন প্রত্যাহার করেছেন। তাঁরা চেয়ারম্যানকে আস্থা প্রদর্শণের কথা বলেছেন।”
|
পাট পচানো নিয়ে বিবাদে খুন প্রৌঢ়
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
পুকুরে পাট পচানো কেন্দ্র করে গণ্ডগোলের জেরে খুন হলেন এক প্রৌঢ়। নাম সালাম শেখ (৪০)। বাড়ি ইসলামপুরের হুদা গ্রামে। শুক্রবার সকালে ওই ঘটনায় এক মহিলা-সহ ৫ জন গুরুতর আহত হয়েছেন পুলিশ জানায়, আহতদের মধ্যে এক জন ইসলামপুর গ্রামীণ হাসপাতালে এবং বাকি ৪ জন বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। যদিও ওই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “পুকুরে পাট পচানো নিয়ে গণ্ডগোলের জেরে ওই ব্যক্তি খুন হন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুদা গ্রামে সালাম শেখের ১০ কাঠার একটি পুকুর রয়েছে। কিছু দিন আগে সেখানে পাট পচাতে দেয় সালাম। প্রতিবেশী বাবলু ওই পুকুরের কিছুটা অংশ মালিকানা দাবি করে এ দিন সকালে সালামের পাট তুলে পাড়ে ফেলে দিয়ে ওই পুকুরে নিজের জমির পাট পচাতে দেয়। এ নিয়ে প্রথমে সালাম ও বাবলুর মধ্যে গণ্ডগোল হলেও পরে ওই ঘটনায় দুই পরিবারের লোকজন জড়িয়ে পড়েন। পরে সালামকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। হাঁসুয়ার আঘাতে আহত জামাল শেখ, কুদ্দুস শেখ, সিদ্দিক শেখ ও বাবলু শেখকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে এবং লুৎফা বেগম নামে এক মহিলাকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
নয়া বোর্ড বাজিতপুরে
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
সুতি-২ ব্লকের বাজিতপুর পঞ্চায়েতে শুক্রবার নয়া বোর্ড গড়ল কংগ্রেস। প্রধান নির্বাচিত হলেন আজিজুর রহমান। এই নিয়ে গত ৪ বছরে ৪ বার প্রধান বদল হল সেখানে। শুক্রবার ৮-০ ভোটে প্রধান নির্বাচিত হন আজিজুর। বামফ্রন্টের ৬ সদস্য এ দিন হাজির ছিলেন না। দু’সপ্তাহ আগে ওই পঞ্চায়েতে ৮-০ ভোটের ব্যবধানে অনাস্থায় আরএসপি’র প্রধান রাজেশ শেখকে অপসারণ করে কংগ্রেস। ২০০৮ সালে রাজেশ প্রধান নির্বাচিত হন। পরে অনাস্থায় প্রধান হন কংগ্রেসের ফেরামিন শেখ। তাঁকেও অনাস্থায় সরিয়ে ফের প্রধান হন রাজেশ। সুতি-২ ব্লকের বিডিও প্রবীর বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন হয়। ৮-০ ভোটে প্রধান হন আজিজুর রহমান।”
|
আশাকর্মীর বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
টানা চার মাস ধরে ভাতা না পাওয়ায় শুক্রবার ব্লক স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ভরতপুর ২ নম্বর ব্লকের আশাকর্মীরা। ওই দিন দুপুরে এলাকার আশাকর্মীরা ব্লক স্বাস্থ্য আধিকারিক সত্যজিৎ সরকারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, মে মাস থেকে টানা চার মাস কোনও ভাতা তাঁরা পাচ্ছেন না। আশাকর্মী রেহেনা বেগম বলেন, “আমাদের বকেয়া ভাতা দিতে হবে।” ভরতপুর ২ নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক সত্যজিৎ সরকার বলেন, “সরকারি নিয়ম মেনেই সব কাজ হচ্ছে। শ্রীঘ্রই ওই ভাতা প্রদান করা হবে।”
|
কৃষকদের প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
কৃষকদের স্বনির্ভর করে গড়ে তোলার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ শিবিরের করেছে উদ্যানপালন বিভাগ। আর ওই প্রশিক্ষণের জন্য কৃষ্ণনগরে একটি ‘হিউম্যান রির্সোস ডেভলপমেন্ট ইনস্টিটিউট ফর হর্টিকালচার’-এর উদ্বোধন করেন দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। ছ’মাসের কোর্সে চারা ও বীজ তৈরির পাশাপাশি ফুল ও ফল সংরক্ষণ, আধুনিক পদ্ধতিতে ফুলের চাষ হাতে-কলমে শেখানো হবে। ভেষজ উদ্ভিদের চাষ, তার ব্যবহার ও বাজার সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়াও জৈব পদ্ধতিতে চাষের পাশাপাশি ফুল শুকনো করার পদ্ধতি ও বিশেষ ভাবে এই প্রশিক্ষণ শিবিরে শেখানো হবে।
|
বাবাকে পেটাল ছেলেরা
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
বাবাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল চার ছেলের বিরুদ্ধে। অভিযোগ, ৯ সন্তানের পিতা আব্দুল শুকুরকে বৃহস্পতিবার তাঁর চার ছেলে ও তাদের স্ত্রীরা মারধরকে করে বাড়ি থেকে তাড়িতে দেয়। অসহায় বৃদ্ধ আশ্রয় নেন মেয়ের বাড়িতে। শুক্রবার তিনি ওই চার ছেলের বিরুদ্ধে বেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
|
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে এক যুবককে। নাম ওয়াজ শেখ। তার বাড়ি ইসলামপুর থানার ঘুঘুপাড়া গ্রামে। তার বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে। |