টুকরো খবর
ছবি: দেবীপ্রসাদ সিংহ
রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালের স্ত্রী রোগ বিভাগে এন্ডোস্কোপি ইউনিট চালু হল। মহিলা ও শিশুদের চিকিৎসার ১০০ শয্যার এই হাসপাতালে নতুন এই ইউনিট চালুর ফলে আরও জটিল অসুখ নির্ণয় ও চিকিৎসা সম্ভব হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সাধারণ সম্পাদক প্রব্রাজিকা অমলপ্রাণা।

ছবি: শুভাশিস ভট্টাচার্য
লোকগান নয়, লোকবাদ্য। ‘দোহার’-এর নতুন নিবেদন। মূলত বাংলার ৫০টি লোকযন্ত্র নিয়ে এক অভিনব ‘কনসার্ট’-এর আয়োজন করেছে গানের এই দল। ২৯ সেপ্টেম্বর রবীন্দ্রসদনে তার প্রথম উপস্থাপন। দলের পক্ষে কালিকাপ্রসাদ ভট্টাচার্য জানাচ্ছেন, লোকবাদ্যের ওই কনসার্টের মাধ্যমে বিভিন্ন থিম তুলে ধরা হবে। ‘নদী’ কিংবা ‘স্বদেশ’-এর মতো থিমের মেজাজটাকে ধরতে বাঁশি, ঢাক, ঢোল, সারিন্দা-র মতো বাংলার নিজস্ব লোকযন্ত্রের পাশাপাশি কিছু ক্ষেত্রে বাজবে দেশের অন্য অংশ এবং বিদেশেরও কিছু লোকযন্ত্র। ‘দোহার’-এর সদস্যরা ছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মনসুর ফকির, ক্ষুদিরাম দাস, হরেকৃষ্ণ হালদারের মতো লোকশিল্পীও। অনুশীলনের মহড়া চলছে।

লোপামুদ্রা মিত্রের ‘তারা ঢাকা মেঘ’ শীর্ষক সিডি প্রকাশ অনুষ্ঠানে গাইছেন শিল্পী। সম্প্রতি রবীন্দ্রসদনে।


পদ্মপুকুর বারোয়ারি সমিতির খুঁটিপুজোয় রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.