|
|
|
|
|
|
টুকরো খবর |
চালু হল এন্ডোস্কোপি ইউনিট |
|
ছবি: দেবীপ্রসাদ সিংহ |
রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালের স্ত্রী রোগ বিভাগে এন্ডোস্কোপি ইউনিট চালু হল।
মহিলা ও শিশুদের চিকিৎসার ১০০ শয্যার এই হাসপাতালে নতুন এই ইউনিট চালুর ফলে আরও জটিল অসুখ নির্ণয় ও চিকিৎসা সম্ভব হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সাধারণ সম্পাদক প্রব্রাজিকা অমলপ্রাণা।
|
‘দোহার’-এর নতুন নিবেদন |
|
ছবি: শুভাশিস ভট্টাচার্য |
লোকগান নয়, লোকবাদ্য। ‘দোহার’-এর নতুন নিবেদন। মূলত বাংলার ৫০টি লোকযন্ত্র নিয়ে এক অভিনব ‘কনসার্ট’-এর আয়োজন করেছে গানের এই দল। ২৯ সেপ্টেম্বর রবীন্দ্রসদনে তার প্রথম উপস্থাপন। দলের পক্ষে কালিকাপ্রসাদ ভট্টাচার্য জানাচ্ছেন, লোকবাদ্যের ওই কনসার্টের মাধ্যমে বিভিন্ন থিম তুলে ধরা হবে। ‘নদী’ কিংবা ‘স্বদেশ’-এর মতো থিমের মেজাজটাকে ধরতে বাঁশি, ঢাক, ঢোল, সারিন্দা-র মতো বাংলার নিজস্ব লোকযন্ত্রের পাশাপাশি কিছু ক্ষেত্রে বাজবে দেশের অন্য অংশ এবং বিদেশেরও কিছু লোকযন্ত্র। ‘দোহার’-এর সদস্যরা ছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মনসুর ফকির, ক্ষুদিরাম দাস, হরেকৃষ্ণ হালদারের মতো লোকশিল্পীও। অনুশীলনের মহড়া চলছে। |
|
|
লোপামুদ্রা মিত্রের ‘তারা ঢাকা মেঘ’ শীর্ষক সিডি প্রকাশ
অনুষ্ঠানে গাইছেন শিল্পী। সম্প্রতি রবীন্দ্রসদনে।
|
পদ্মপুকুর বারোয়ারি সমিতির খুঁটিপুজোয় রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
|
|
|
|
|
|
|
|