...গন্ধ এসেছে বহু রূপে সম্মুখে...
টালা বারোয়ারি: এ বার ৯২ বছরে পা দিল। ছোটদের ঝুলন সাজানোর মতো মণ্ডপসজ্জা। মনে হবে মণ্ডপটি যেন ঝুলছে। থাকবে ওড়িশার ঝুলনের নানা উপাদান। মানানসই প্রতিমা।

বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব:
৬৫ বছরে পা দেওয়া এ পুজোর থিম ‘জলই জীবন’। বিশাল নৌকার আদলে মণ্ডপ। নৌকা কী ভাবে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে ছিল, তা জানা যাবে টালা পার্কের এই মণ্ডপে।

টালা দক্ষিণপল্লি সাধারণ দুর্গোৎসব:
দড়ি, শোলা ও মাদুর দিয়ে মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ। এ বার ৪২ বছরে পা দিল পুজো। থাকবে নানা অনুষ্ঠানের ব্যবস্থাও।

টালাপল্লি সাধারণ দুর্গোৎসব:
টালা পোস্ট অফিসের কাছে সাবেক এ পুজোর ৬৫তম বর্ষ। সাবেক প্রতিমা। মণ্ডপসজ্জায় কাঁথির শিল্পীদের কাজ।

৩১পল্লি যুব সংসদ:
প্যাগোডার আদলে পাটকাঠি দিয়ে তৈরি হবে মণ্ডপ। টালা বাসস্ট্যান্ডের কাছে এ পুজোর প্রতিমার রঙে থাকবে চমক। এ বার ৫৯তম বর্ষ।
সম্মিলনী: টালা পার্কের কাছে মন্মথনাথ দত্ত রোডে এ পুজোর এ বার ৩৬ বছরে পা দিল। সাবেক প্রতিমা ও মণ্ডপ। থাকছে নানা অনুষ্ঠান।

শ্যামবাজার নবীন সঙ্ঘ:
দেবীর রূপ হৈমবতী। এক বিশাল ফুলের মধ্যে দেখা যাবে হৈমবতীর মোহিনী রূপ। প্রতিমাতেও থাকবে অভিনবত্বের ছোঁয়া। এ বার ৪৫তম বর্ষ।

মোহনবাগান বারোয়ারি দুর্গোৎসব:
৯৬ বছরের পুরনো এই সাবেক পুজো। এলাকাবাসীর দাবি, এখানে এলে মিলবে আন্তরিকতার ছোঁয়া।

শ্যামপুকুর আদি সর্বজনীন, হাতিবাগান:
১০২ বছরে পা দেওয়া এই পুজোর থিম হল ‘রূপে, স্বরূপে অপরূপে’। মা দুর্গার সনাতন রূপকে তুলে ধরা হবে। পদ্মফুল দিয়ে সাজানো মণ্ডপে ফুটিয়ে তোলা হবে ময়ূরের নানা রূপ।
হাতিবাগান নবীন পল্লি: খদ্দরের নানা উপকরণ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। প্রতিমার শাড়ি বা অলঙ্কারও খদ্দরের হবে। এ পুজো ৭৯ বছরে পা দিচ্ছে।

শিকদারবাগান সাধারণ দুর্গোৎসব:
১০০ বছরে পা দেওয়া হাতিবাগান এলাকার এই পুজোর থিম ‘হিসাব নিকাশ উল্টো করে, হালকা শোলা বিপুল ভারে।’ মণ্ডপ তামা, পেতল, কাঠ অ্যালুমিনিয়ামের মতো নানা ভারী উপাদান দিয়ে তৈরি হবে। কিন্তু গর্ভগৃহ তৈরি হচ্ছে শোলা দিয়ে। প্রতিমা ও অলঙ্কারও হবে শোলার। ৩০ হাজার টিনের কৌটো দিয়ে মণ্ডপের ছাদ তৈরি হচ্ছে। কৌটো থেকে ঠিকরে পড়বে আলো। মণ্ডপ জুড়ে থাকবে নানা আকারের তুলাযন্ত্র।
জগৎ মুখার্জি পার্ক দুর্গোৎসব ও প্রদর্শনী: কর্নাটকের একটি মন্দিরের আদলে বালি দিয়ে তৈরি মণ্ডপ। নানা কারুকার্যে ভরা। দেখে মনে হবে পাথর কেটে তৈরি। প্রতিমা মানানসই। ৭৬ বছরে পা দিল বাগবাজার এলাকার এই পুজো।

বাগবাজার পল্লিপুজো:
রাজবল্লভপাড়ার এ পুজো ৮৫ বছরে পা দিল। কাগজ ও আনুষঙ্গিক কয়েকটি বস্তু দিয়ে হবে মণ্ডপসজ্জা।

নববাগবাজার সর্বজনীন:
দরমা ও বেত দিয়ে তৈরি হবে মণ্ডপ। সামঞ্জস্য রেখে প্রতিমা ও আলোকসজ্জা। ৪০ বছরে পা দিল এ পুজো।

শ্যাম স্কোয়ার সর্বজনীন:
শ্যামপার্কের এই পুজো এ বছর ৪৪ বছরে পা দিল। মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হবে রাজস্থানের একটি গ্রামের রাত। যে ভাবে ঘরে ঘরে লন্ঠনের আলো জ্বলে তারই হুবহু ছবি তুলে ধরা হবে।

ছবি: স্বাতী চক্রবর্তী




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.