টোলগে বাইরে, ওডাফাও খোঁড়াচ্ছেন
সিটি সেন্টার থেকে ফ্রুটজুস কিনে খোঁড়াতে খোঁড়াতে হোটেলে ফেরার পথে ওডাফা ওকোলি জিজ্ঞাসা করলেন, “আমার টিমের সেরা স্ট্রাইকার হাসপাতাল থেকে ফিরেছে?” ফেরেনি শুনে আঁতকে উঠলেন, “এখনও ফেরেনি? বুঝতে পারছি না ও আদৌ খেলতে পারবে কি না,” বলতে বলতে লিফ্টের বোতাম টিপে দিলেন মোহনবাগান অধিনায়ক।
দুপুর সাড়ে তিনটে নাগাদ ফিরলেন টোলগে ওজবে। মাসলে নিক্যাপ জড়িয়ে এবং মোহনবাগান সমর্থকদের জন্য দুঃসংবাদ নিয়ে। এমআরআইতে বড় কিছু ধরা পরেনি ঠিক। কিন্তু হ্যামস্ট্রিং পুল-এ যা ক্ষতি হয়েছে তাতে খুব তাড়াতাড়ি হলেও পাঁচ-ছয় দিনের আগে তাঁর মাঠে ফেরা সম্ভব নয়। রাতের দিকে ইস্টবেঙ্গল ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসে টোলগে বলে দিলেন, “ডাক্তার আমাকে সাত দিন বিশ্রাম নিতে বলেছেন। যা মনে হচ্ছে, মোহনবাগান ফাইনালে উঠলে তবেই আমি ফের টুর্নামেন্টে খেলতে পারব। তার আগে নয়।” সবুজ-মেরুন শিবির সূত্রের খবর, ডাক্তাররা টোলগেকে চোটের জায়গায় বরফ ঘষতে বলেছেন। নিট ফল, ‘যদি’ এবং ‘কিন্তু’-র বাধা পেরিয়ে মোহনবাগান নক আউটে উঠলে তবেই কাঞ্চনজঙ্ঘার মাঠে যাবে টোলগেকে। অর্থাৎ গ্রুপ লিগে পরের অতি গুরুত্বপূর্ণ এয়ার ইন্ডিয়া এবং মহমেডান ম্যাচেই নেই ওডাফার টিমের ‘সেরা স্ট্রাইকার’।
কিন্তু ওডাফাও তো খোঁড়াচ্ছেন? তাঁর ডান পায়ের হাঁটুর উপরটা ফোলা। তিনিও কি খেলতে পারবেন? “আমাকে খেলতেই হবে। গোল করতেই হবে। ঈশ্বর যদি থাকেন, তা হলে আমরাই চ্যাম্পিয়ন। চার্চিল ম্যাচে আমি সুস্থ থাকলে ম্যাচটা আমরাই জিতে যাই। এত ঝামেলা হয় না। ওদের রক্ষণটা তেমন মজবুত ছিল না,” বলছিলেন তিন বার দেশের সবচেয়ে বেশি গোল করা স্ট্রাইকার।
আপাতত বিশ্রাম। ডাক্তার দেখিয়ে হোটেলে ফিরছেন হতাশ টোলগে। ছবি: শঙ্কর নাগ দাস
মোহনবাগান গ্রুপের অঙ্ক অবশ্য বেশ জটিল। মোহনবাগান এবং চার্চিলের দু’টি করে ম্যাচ বাকি এয়ার ইন্ডিয়া ও মহমেডানের সঙ্গে। সন্তোষ কাশ্যপ ও সুভাষ ভৌমিকের দল সব ম্যাচ জিতলে চলে আসবে গোলপার্থক্যের হিসাব। তবে ওডাফাদের বড় সুবিধা তাঁরা চার্চিল কী ফল করছে তা দেখে মাঠে নামতে পারবেন। গ্রুপ লিগের শেষ ম্যাচ মহমেডানের সঙ্গে খেলবেন।
সে জন্যই কি বাগানে হেলদোল নেই? শেষ চারে ওঠার দৌড়ে প্রধান প্রতিদ্বন্দ্বী চার্চিল কোচ এ দিন বলছিলেন, “আমরা প্রচন্ড চাপে আছি।” মোহন-কোচ ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন। চার্চিল ম্যাচের নায়ক গোলকিপার অরিন্দম ভট্টাচার্যকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে ‘পোজ’ দিচ্ছেন। আর বলছেন, “আমরাই সেমিফাইনালে যাব। গোলসংখ্যাটা শুধু বাড়িয়ে রাখতে হবে।” কিন্তু আপনার পুরনো টিম এয়ার ইন্ডিয়া কি সেই সুযোগ দেবে? ওদেরও তো জুনিয়র-হেনরির মতো স্ট্রাইকার আছে? শুনে জীবনে প্রথম বড় দলের দায়িত্ব নেওয়া সন্তোষ অসন্তোষ প্রকাশ করলেন। “আমিও তো ফুটবলটা খেলেছি, নাকি!”
সন্তোষের কথা শুনে মনে হল চার্চিল ম্যাচের টিমটাই রাখার পক্ষপাতী তিনি। ওডাফার সঙ্গে অনিলকুমার বা সাবিথ শুরু করবেন। দুটো আই লিগ চ্যাম্পিয়ন দলের সদস্য বিশ্বজিৎ সাহা থাকা সত্ত্বেও লেফটব্যাকে ‘বাচ্ছা’ ফেনাই-ই তাঁর পছন্দ। ডেঙ্গি সারিয়ে ওঠা রাকেশ মাসিকেও নামাতে চাইছেন কোচ
শনিবার রাতে গডফ্রে পেরিরার দলের বিরুদ্ধে নামার আগে মোহনবাগান অবশ্য জেনে যাবে, চার্চিল-মহমেডান ম্যাচের ফল। ডুরান্ড চ্যাম্পিয়ন এয়ার ইন্ডিয়াকে হারানোর পর মহমেডান কোচ অলোক মুখোপাধ্যায়ের মধ্যে প্রবল আত্মবিশ্বাস। সুভাষের দলের বিরুদ্ধে নামার আগেও তাই বলে দিলেন, “এই মাঠ আমরা সবচেয়ে বেশি চিনি। আরও অনেক চমক দেখতে পাবেন।”

আজ ফেড কাপে
মোহনবাগান: এয়ার ইন্ডিয়া (শিলিগুড়ি, ৭টা), মহমেডান-চার্চিল (৩টে)।
প্রয়াগ ইউনাইটেড: পুণে এফসি, ইউনাইটেড সিকিম: সালগাওকর (জামশেদপুর)।

টিভি-তে ফেড কাপ
কিছুটা সমস্যার সমাধান করল ফেডারেশন। ফেড কাপের সম্প্রচার হবে ডিডি স্পোর্টসে। তবে গ্রুপ লিগের ম্যাচ নয়, শুধুমাত্র দু’টি সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি সম্প্রচার হবে। সেমিফাইনাল ২৭ ও ২৮ সেপ্টেম্বর। ফাইনাল ৩০ সেপ্টেম্বর। আই লিগের সম্প্রচার নিয়েও বিশ বাঁও জলে আইএমজি। সমস্যার দ্রুত সমাধানের জন্য তৎপরতা শুরু হয়েছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.