টুকরো খবর
ভারত এ-র বিতর্কিত টাই
ভারত এ-র নিউজিল্যান্ড সফরে দু’দেশের দ্বিতীয় ওয়ান ডে বিতর্ক তৈরি করে ‘টাই’ থাকল। নিউজিল্যান্ড এ ৫০ ওভারে ২৪৯-৯ (উনাদকাট ৪-৪৭) তোলার পর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডি-এল নিয়মে ভারতীয়দের জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৮ ওভারে ২৪১। অধিনায়ক অভিনব মুকুন্দ (৬৬), নমন ওঝা (৬২) ও অম্বাতি রায়াডু-র (৪৬ নঃআঃ) সৌজন্যে ভারত এ নির্দিষ্ট ওভারে করে ২৪০-৯। এর পরে প্রথমে আম্পায়াররা কিউয়িদের ১ রানে জয়ী ঘোষিত করলে ভারতীয় শিবির থেকে আইসিসি-র গাইডলাইন দেখিয়ে প্রতিবাদ জানানো হয়। তখন আম্পায়াররা সিদ্ধান্ত পাল্টে ম্যাচ ‘টাই’ ঘোষণা করেন। তিন ম্যাচের সিরিজে ভারত এ ১-০ এগিয়ে আছে।

উমেশের ৫ উইকেট
ভারতের আন্তর্জাতিক মরসুম অনেক আগে শুরু হয়ে গেলেও এ দেশের ঘরোয়া ক্রিকেট মরসুম শুক্রবারই শুরু হল। এবং চিন্নাস্বামী স্টেডিয়ামে ইরানি ট্রফির প্রথম দিন রঞ্জি চ্যাম্পিয়ন রাজস্থানকে প্রথম ইনিংসে ২৫৩ রানে অল আউট করে অবশিষ্ট ভারত তুলেছে ২-০। চেতেশ্বর পূজারা টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠালে তাদের ইনিংস অপরাজিত সেঞ্চুরি করে টানলেন রবিন বিস্ত (১১৭ নঃআঃ)। অবশিষ্ট ভারতের পেসার উমেশ যাদব ৫ উইকেট নেন ৫৫ রানে। অনূর্ধ্ব ১৯ বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের পেসার হরমিত সিংহ (০-৪৫) এবং ভারতীয় টেস্ট দলের বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা (০-৭৮) দু’জনই ব্যর্থ।

হেস্কি-ও অস্ট্রেলিয়ার ক্লাবে
দেল পিয়েরার পর এ বার অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবলে নামতে চলেছেন এমিল হেস্কি। এ-লিগে নিউক্যাসল জেট্স-এর সঙ্গে ইংল্যান্ডের বিশ্বকাপারের চুক্তি এক মরসুমের। হেস্কির নিউক্যাসল জেট্স দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হবে দেল পিয়েরোর দল সিডনি এফসি-র। ১৩ অক্টোবর।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.