ভারত এ-র নিউজিল্যান্ড সফরে দু’দেশের দ্বিতীয় ওয়ান ডে বিতর্ক তৈরি করে ‘টাই’ থাকল। নিউজিল্যান্ড এ ৫০ ওভারে ২৪৯-৯ (উনাদকাট ৪-৪৭) তোলার পর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডি-এল নিয়মে ভারতীয়দের জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৮ ওভারে ২৪১। অধিনায়ক অভিনব মুকুন্দ (৬৬), নমন ওঝা (৬২) ও অম্বাতি রায়াডু-র (৪৬ নঃআঃ) সৌজন্যে ভারত এ নির্দিষ্ট ওভারে করে ২৪০-৯। এর পরে প্রথমে আম্পায়াররা কিউয়িদের ১ রানে জয়ী ঘোষিত করলে ভারতীয় শিবির থেকে আইসিসি-র গাইডলাইন দেখিয়ে প্রতিবাদ জানানো হয়। তখন আম্পায়াররা সিদ্ধান্ত পাল্টে ম্যাচ ‘টাই’ ঘোষণা করেন। তিন ম্যাচের সিরিজে ভারত এ ১-০ এগিয়ে আছে।
|
ভারতের আন্তর্জাতিক মরসুম অনেক আগে শুরু হয়ে গেলেও এ দেশের ঘরোয়া ক্রিকেট মরসুম শুক্রবারই শুরু হল। এবং চিন্নাস্বামী স্টেডিয়ামে ইরানি ট্রফির প্রথম দিন রঞ্জি চ্যাম্পিয়ন রাজস্থানকে প্রথম ইনিংসে ২৫৩ রানে অল আউট করে অবশিষ্ট ভারত তুলেছে ২-০। চেতেশ্বর পূজারা টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠালে তাদের ইনিংস অপরাজিত সেঞ্চুরি করে টানলেন রবিন বিস্ত (১১৭ নঃআঃ)। অবশিষ্ট ভারতের পেসার উমেশ যাদব ৫ উইকেট নেন ৫৫ রানে। অনূর্ধ্ব ১৯ বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের পেসার হরমিত সিংহ (০-৪৫) এবং ভারতীয় টেস্ট দলের বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা (০-৭৮) দু’জনই ব্যর্থ।
|
দেল পিয়েরার পর এ বার অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবলে নামতে চলেছেন এমিল হেস্কি। এ-লিগে নিউক্যাসল জেট্স-এর সঙ্গে ইংল্যান্ডের বিশ্বকাপারের চুক্তি এক মরসুমের। হেস্কির নিউক্যাসল জেট্স দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হবে দেল পিয়েরোর দল সিডনি এফসি-র। ১৩ অক্টোবর। |