টুকরো খবর |
সংঘর্ষ চলছেই, ফের জখম এক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সংঘর্ষ চলছেই। শুক্রবার দুপুরে ছাত্র পরিষদের এক কর্মীর হাতে ছুরি মারার অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। জখম ছাত্র সায়ন মজুমদার। মেদিনীপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র। তাঁকে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয়। ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “আমাদের এই কর্মীকে ছুরি দিয়ে মারারই চেষ্টা হয়েছিল। তৃণমূল ছাত্র পরিষদের একাংশ কর্মী শহরে ছুরি-ভোজালি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এসএফআইও এ ভাবে সন্ত্রাস করত না। পুলিশের উচিত, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত পদক্ষেপ করা।” সিপি’র বক্তব্য, মেদিনীপুর কমার্স কলেজে ছাত্র সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন জমা বৃহস্পতিবার শেষ হয়েছে। শুক্রবার দুপুরে তাঁদের দুই কর্মীকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য ‘চাপ’ও দেওয়া হয়। টিএমসিপি’র শহর সভাপতি বুদ্ধ মণ্ডল বলেন, “ঠিক কী হয়েছে, খোঁজ নিয়ে দেখছি। আমরা সন্ত্রাসের রাজনীতি করি না। ওই ঘটনায় যদি দলের কেউ জড়িত থাকে, তাহলে উপযুক্ত পদক্ষেপই করা হবে।” তাঁর পাল্টা অভিযোগ, “নির্বাচনের আগে সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করছে সিপি।” আগামী ৫ অক্টোবর মেদিনীপুর কমার্স কলেজে ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে কয়েকদিন আগেই এই দুই ছাত্র সংগঠনের কর্মীদের মধ্যে মারামারি হয়েছে। দু’পক্ষের মধ্যে মারধর- পাল্টা মারধর চলাকালীনই তৃণমূল ছাত্র পরিষদের একদল কর্মী জেলা কংগ্রেস অফিসে গিয়ে ‘হামলা’ করেন বলেও অভিযোগ। যদিও তৃণমূল ছাত্র পরিষদ এ অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুলিশ জানিয়েছে, এ ক্ষেত্রে অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপই করা হবে।
|
ধৃত আরপিএফ কর্মী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অভব্য আচরণের অভিযোগে আরপিএফের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মেদিনীপুর রেল স্টেশনের কাছ থেকে গ্রেফতার করা হয় বিপি যাদব নামে ওই ব্যক্তিকে। শুক্রবার দুপুরে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে অবশ্য তিনি জামিন পেয়ে যান। পুলিশ সূত্রে খবর, আরপিএফের ওই কর্মী মদ্যপ ছিলেন বলে একাংশ যাত্রী অভিযোগ জানান। পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার করে। যদিও স্থানীয়দের একাংশের অভিযোগ, আরপিএফের ওই কর্মী এক ভবঘুরে মহিলাকে নির্যাতন করেছেন। পুলিশ জেনেবুঝে ‘লঘু’ ধারায় মামলা রুজু করেছে। পুলিশ জানিয়েছে, নির্যাতনের অভিযোগ তাদের কাছে নেই। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে শুক্রবার অতিরিক্ত জেলাশাসকের (সাধারণ) দফতরে স্মারকলিপি দিয়েছে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের মেদিনীপুর শহর কমিটি। কমিটির বক্তব্য, পুলিশ ওই কর্মীকে আড়াল করার চেষ্টা করছে।
|
অবস্থান-বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
বাম সংগঠনের অবস্থান-বিক্ষোভ |
২০০৩ সালের বিদ্যুৎ বিল বাতিল-সহ বেশ কয়েকটি দাবিতে শুক্রবার মেদিনীপুর শহরে অবস্থান-বিক্ষোভ করে সিপিএমের ছাত্র-যুব-মহিলা সংগঠন। এসএফআই, ডিওয়াইএফ ও গণতান্ত্রিক মহিলা সমিতির মেদিনীপুর শহর জোনাল কমিটির উদ্যোগে এই কর্মসূচি। শহরের কলেজ মোড়ে বিকেল ৩ টে থেকে অবস্থান-বিক্ষোভ শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র-রাজ্য দুই সরকারেরই সমালোচনা করেন নেতৃত্ব। তাঁদের বক্তব্য, দুই সরকারই সাধারণ মানুষের স্বার্থ বিরোধী নীতি নিয়ে চলছে। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিপিএমের যুব সংগঠনের জেলা সম্পাদক দিলীপ সাউ।
|
কবির জন্মজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
তেলুগু কবি গুরজারা আপ্পা রাওয়ের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে নানা অনুষ্ঠান করল মহাকবি গুরজারা হাইস্কুল। শুক্রবার খড়্গপুর শহরের ওল্ড সেটেলমেন্টে বিদ্যালয় চত্বরেই সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় যোগ দেয় স্কুলের পড়ুয়ারা। প্রভাতফেরিতে সামিল হয়েছিল সুভাষ প্রাইমারি, বালভানু বিদ্যালয়, অন্ধ্র স্কুল ও তেলুগু বিদ্যাপীঠের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পি সন্নিবাবু, বি কৃষ্ণমোহন, এ লছমন রাও, এ শ্রীনিবাস রাও প্রমুখ।
|
নাট্যোৎসব
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সাংস্কৃতিক সংস্থা মঞ্চসেনার ২৬তম বর্ষপূর্তিতে বৃহস্পতিবার শুরু হল ৩ দিনের নাট্যোৎসব। স্থান খড়্গপুরের তালবাগিচায় শিবমন্দির ময়দান। সেভেন স্টার ক্লাবের সৌজন্যে মঞ্চসেনার পরিচালনায় সংস্থার প্রয়াত সদস্যা মিনতি দাসকে স্মরণ করে অনুষ্ঠান শুরু হয়। প্রথম দিনে মঞ্চস্থ হয় নাটক ভক্তপ্রহ্লাদ, শুক্রবার মঞ্চসেনার নাটক বেকারের নির্বুদ্ধি, শেষ দিন মঞ্চস্থ হবে নান্দনিকের নাটক ভ্রষ্টাচার। অনুষ্ঠানে গান গেয়েছেন জয়তী চৌধুরী, নবনীতা ওয়াদ্দেদার, সুস্মিতা রায়। স্বরচিত কবিতা শোনান দোদুল চৌধুরী। |
|