পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে পথে নামলেন তৃণমূল সাংসদ সোমেন মিত্রের স্ত্রী বিধায়ক শিখা মিত্র। তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই পুলিশ মন্ত্রী। সেই পুলিশের ‘কাজের’ প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় শ্রদ্ধানন্দ পার্ক থেকে বৌবাজার এলাকায় শিখা দেবী তাঁর অনুগামীদের নিয়ে মিছিল তো করলেনই, সরাসরি অভিযোগ করলেন, “পুলিশ নিরপেক্ষ নয়।” তবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি তিনি কোনও অভিযোগ করেননি। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রীর তো অনেক দায়িত্ব! উনি তো সবদিক দেখতে পারেন না। কিন্তু পুলিসের আধিকারিকদের এলাকায় অশান্তির কথা জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” বিরোধী সিপিএম তো বটেই, কংগ্রেসও মমতা-সরকারের বিরুদ্ধে যে ভাবে অভিযোগ তোলে, এ দিন শিখা দেবীও প্রায় একই অভিযোগ জানিয়ে বলেন, “কিছুদিন ধরে আমাদের এলাকায় সমাজবিরোধীদের দাপট বেড়েছে। আমাদের দলের লোকেদের উপর হামলা হচ্ছে। পুলিশ নিষ্ক্রিয়।” এ দিন পুলিশকে ‘হুঁশিয়ারি’ দিতেই তাঁরা মিছিল করেছেন বলে জানিয়েছেন তিনি। মিছিলে শিখাদেবী ছাড়াও সোমেন-ঘনিষ্ঠ তৃণমূল নেতা পিয়াল চৌধুরী, ছাত্র নেতা তমোঘ্ন ঘোষ প্রমুখ ছিলেন।
|
এক কিশোরীর ঝুলন্ত দেহ মিলল। শুক্রবার, হরিদেবপুরে। মৃতার নাম মল্লিকা দাস (১৬)। রাতে সীতারাম ঘোষ স্ট্রিটে ভাস্কর চন্দ (৬২) নামে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ মেলে। পুলিশের অনুমান, দু’টিই আত্মহত্যা।
|
তপসিয়ায় কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হল দুই কিশোরী। বৃহস্পতিবার গ্রেফতার হন মহম্মদ রিজওয়ান ও মহম্মদ ইমরান। জেরায় প্রকাশ, ধৃত কিশোরীরাই ধর্ষিতাকে রিজওয়ানদের কাছে পৌঁছে দেয়।
|
আলিপুর জেলে ফের মিলল মোবাইল। বৃহস্পতিবার রাতে জেলের ছ’নম্বর ওয়ার্ড থেকে আটটি মোবাইল উদ্ধার করেন জেল কর্তৃপক্ষ। পাওয়া গিয়েছে কয়েকটি সিমকার্ডও। |