প্রবল রাজনৈতিক বিরোধ সত্ত্বেও কেন্দ্র সংস্কার থেকে পিছু না-হঠায় ফের চাঙ্গা হল শেয়ার বাজার। বৃহস্পতিবার রাজনীতির ডামাডোলের কারণেই প্রায় ১৪৭ অঙ্ক খোয়ানোর পর শুক্রবার সেনসেক্স উঠল ৪০৩.৫৮ পয়েন্ট। দিনের শেষে পৌঁছে গেল ১৮,৭৫২.৮৩ অঙ্কে। গত ১৪ মাসে যা সর্বোচ্চ।
এ দিন গত চার মাসের মধ্যে সর্বোচ্চ অঙ্কে পৌঁছে গিয়েছে ডলারের সাপেক্ষে টাকার দামও। এক লাফে তা বেড়েছে ৯৩ পয়সা। দিনের শেষে এক ডলারের দাম দাঁড়িয়েছে ৫৩.৪৫ টাকা।
বৃহস্পতিবারই বহু ব্র্যান্ডের পণ্যের খুচরো ব্যবসা, বিমান পরিবহণ ও সম্প্রচারে প্রত্যক্ষ বিদেশি লগ্নির দরজা খোলার কথা জানায় কেন্দ্র। স্বাভাবিক ভাবেই দীর্ঘ দিন বিদেশি লগ্নির অপেক্ষায় থাকা বাজারকে তা চাগিয়ে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এই নীতি থেকে কেন্দ্র সরে আসবে কিনা, তা নিয়েও আশঙ্কা ছিল যথেষ্ট। বিশেষত ঘোষণার পর থেকেই যে ভাবে তা নিয়ে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। এই আশঙ্কা গতকাল টেনে নামিয়েওছিল বাজারকে। কিন্তু সব বাধা অগ্রাহ্য করে খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি আনার নীতিতে কেন্দ্রের অটল থাকা এ দিন হাসি ফুটিয়েছে বাজারের মুখে।
সূচকের উত্থানে ইন্ধন জুগিয়েছে আরও কয়েকটি বিষয়ও। যেমন
• শরিক তৃণমূল সমর্থন তুলে নিলেও সরকার টিকিয়ে রাখতে সমাজবাদী দলের ‘অভয়’।
• রাজীব গাঁধী ইক্যুইটি সেভিংস স্কিম-এ কেন্দ্রের সায়।
• বিদেশ থেকে নেওয়া ঋণে করের হার ২০ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা। এতে মূলধন সংগ্রহের খরচ কমবে দেশীয় সংস্থাগুলির। |