এক থেকে দেড় বছরের মধ্যেই ভারতে নিজেদের প্রথম খুচরো বিপণি খুলে ফেলা সম্ভব হবে বলে আশা করছে ওয়ালমার্ট। মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ওয়ালমার্ট স্টোর্সের প্রেসিডেন্ট এবং এশিয়ার সিইও স্কট প্রাইস। বিশ্বের বৃহত্তম রিটেল সংস্থার কর্তা বলেন, “যে সব রাজ্যে খুচরোয় বিদেশি লগ্নি স্বাগত, বিপণি খুলতে তাদের কাছেই আবেদন জানাবে তারা।”
|
আইফোন ৫-এর অপেক্ষায় গোটা বিশ্ব। এ দিক থেকে অস্ট্রেলিয়াবাসীরা নিজেদের বেশ ভাগ্যবানই মনে করছেন। কারণ অন্য সবাইকে পিছনে ফেলে তাঁরাই প্রথম হাতে পেলেন এটি।
|
অভিযাত্রীদের জন্য সুখবর। তিব্বতের ৫২০০ মিটার উঁচু তুষারে ঢাকা বেস ক্যাম্পে মিলছে থ্রিজি পরিষেবা! সৌজন্যে চিনের একটি মোবাইল সংস্থা। |