বনধের দিন স্কুলের গেট খুলতে দেরি হওয়ায় বেশির ভাগ ক্লাসই হয়নি মাড়গ্রাম থানার প্রতাপপুর হাইস্কুলে। তারই প্রতিবাদে শুক্রবার ওই স্কুলে ক্লাস বয়কট করল ছাত্রছাত্রীদের একাংশ। এ দিন প্রধান শিক্ষকের ঘরে তালাও ঝুলিয়ে দেয় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। ঘটনার জেরে দুপুর একটার পরে সমস্ত ক্লাস বাতিল করে দেন স্কুল কর্তৃপক্ষ।
প্রধান শিক্ষক আবুল কালাম মণ্ডল বলেন, “গত দু’দিন ছুটিতে থাকার জন্য স্কুলে যাইনি। যত দূর শুনেছি, স্কুলের ছাত্রছাত্রীদের একাংশের বাধায় শুক্রবার কিছু ক্লাস হয়নি।” যদিও ওই ছাত্রছাত্রীদের একাংশ বৃহস্পতিবারের ঘটনার পেছনে প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন কমিটির সম্পাদককেই দায়ী করেছেন।
স্কুল সূত্রে জানা গিয়েছে, এ দিন এমনিতেই পড়ুয়াদের হাজিরা কম ছিল। প্রার্থনার ঘণ্টার পর কয়েকজন ছাত্র প্রধান শিক্ষকের ঘরে তালা ঝুলিয়ে দেন। তারা শিক্ষক ও ছাত্রছাত্রীদের প্রাথর্নায় না যাওয়ার জন্যও বলে। ওই পড়ুয়াদের দাবিকে সমর্থন করে ছাত্রছাত্রীদের একাংশ লাইনে দাঁড়িয়েও উঠে যায়। স্কুলের সহকারি শিক্ষক প্রিয়রঞ্জন গঙ্গোপাধ্যায় বলেন, “ওই ছাত্রছাত্রীরা জানতে চায়, গতকাল নির্ধারিত সময়েরও দু’ঘণ্টা পরে কেন স্কুল খোলা হল। প্রধান শিক্ষকই বা কেন স্কুলে আসেননি। এ নিয়ে গণ্ডগোলের জেরে টিফিনের পরে সমস্ত ক্লাস সাসপেন্ড করে দিতে হয়।”
এ দিকে প্রধান শিক্ষকের অবশ্য দাবি, “আমি ছুটিতে ছিলাম বলে পরিচালন কমিটির সম্পাদককে চাবি দিয়েছিলাম।” সম্পাদক মনিরুল হাসান বলেন, “বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ স্কুলের গেট খোলার জন্য চাবি দেওয়া হয়। কিন্তু শিক্ষকদের কেউই তখন গেটের চাবি নিতে চাননি। পরে পুলিশ পৌঁছলে ১২টার পর তালা খুলে দেওয়া হয়।” |