পঞ্চায়েতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রাজনগর |
রাস্তা সংস্কার, পানীয় জল, ১০০ দিনের কাজে নিযুক্ত শ্রমিকদের বকেয়া টাকা দেওয়া এবং বিদ্যুদয়ন-সহ বিভিন্ন দাবিতে রাজনগর পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন বেশ কয়েকটি গ্রামের অদিবাসীরা। পরে ১৪ দফা দাবিতে তাঁরা ওই পঞ্চায়েতের প্রধানের হাতে একটি স্মারকলিপি দেন। নিত্যনগর. বারোমেসিয়া, কাষ্ঠগড়া, বাবুপুর এবং শঙ্করপুরডিহি-সহ বেশ কিছু গ্রামের আদিবাসীদের সঙ্গে শুক্রবার বিক্ষোভে সামিল ছিলেন আদিবাসী গাঁওতা নেতা সুনীল সোরেনও। বিক্ষোভকারীদের অভিযোগ, শঙ্করপুর থেকে ঈদগাছা, বারোমেসিয়া থেকে নাকাশ এবং বাবুপুর থেকে শঙ্করপুরডিহি রাস্তাগুলি চলাচলের অযোগ্য। পানীয় জলের সমস্য রয়েছে। এখনও রাজীব গাঁধী বিদ্যুদয়ন প্রকল্পে এলাকায় দু’টি গ্রামে বিদ্যুৎ সংযোগ মেলেনি। এ ছাড়াও, আদিবাসী পাড়া লাগোয়া মুরগি খামার থেকে দূষণ ছড়ানো এবং কাজ করেও ১০০ দিনের কাজ প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগও রয়েছে। অথচ পঞ্চায়েত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। রাজনগর পঞ্চায়েতের সিপিএম উপপ্রধান মানিক সেন বলেন, “প্রত্যেকটি সংসদের নির্বাচিত পঞ্চায়েত সদস্য, গ্রামোন্নয়ন কমিটি এবং গ্রামসভা থেকে উঠে আসা সমস্যা সমাধানের যথা সাধ্য চেষ্টা করা হয়। তবে ওঁরা যে দাবিগুলি তুলেছেন তার মধ্যে পঞ্চায়েতের এক্তিয়ারভুক্ত বিষয়গুলি আন্তরিকতার সঙ্গে দেখা হবে।” আদিবাসী গাঁওতা নেতা সুনীল সোরেন বলেন, “কাজ হবে বলে পঞ্চায়েত আমাদের আশ্বস্ত করেছে। তবে দাবি পূরণ না হলে ফের আন্দোলন করা হবে।”
|
কর্মী সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্মীদের একটি সংগঠনের (ল্যান্ড এ্যান্ড ল্যান্ড রিফর্মস এমপ্লয়িজ ইউনিয়ন) বিশেষ কর্মিসভা অনুষ্ঠিত হল সাঁইথিয়ার নন্দীকেশরী অতিথিশালায়। শুক্রবার ওই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক রাহুল বসু, রাজ্য কমিটির কার্যকরী সভাপতি দীপক ধর প্রমুখ। জেলা সম্পাদক বিশ্বনাথ ঘোষ বলেন, “এ দিনের কর্মিসভায় জেলার ১৭০ জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দফতরের কাজ দ্রুত সম্পন্ন করা সরকারি রাজস্ব বাড়ানোর দাবিও উঠেছে। পঞ্চায়েত স্তর থেকে রাজ্য পর্যন্ত সমস্ত দাবি স্মারকলিপির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
|
গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
বৃহস্পতিবার বনধের দিন মুরারই ২ পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ দুই ভাইকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃতেরা হলেন মুরারই থানার কাশিমনগর গ্রামের আকসাদ শেখ ও মাইনুল শেখ। |