কালনার হাটকালনা পঞ্চায়েতের ধর্মডাঙা এবং রংপাড়া গ্রামের দু’দল বাসিন্দার মারামারির জেরে শুক্রবার সকালে আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা-সহ ৫ জন। তাঁদের মধ্যে ৪ জনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁরা হলেন ধর্মডাঙা গ্রামের অনীশ হাওলাদার, সুনীল হাওলাদার, অপর্ণা হাওলাদার ও রংপাড়া গ্রামের হরবিলাস হাওলাদার। প্রথম তিন জন ধর্মডাঙা গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। নিজের বাড়ির কাছাকাছি একটি বিদ্যুতের খুঁটিতে আলো লাগিয়েছিলেন বছর পঁয়তাল্লিশের অনীশবাবু। তাঁর দাবি, মাস দুয়েকের মধ্যেই গ্রামে কয়েক জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাই অনেকেই রাতে বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। আলো জ্বালানো হলে অনেকেরই ভয় কাটবে। কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে পাশের রঙপাড়া গ্রামের বিজেপি নেতা হরবিলাসবাবুর সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, এ দিন রাত ১০টা নাগাদ হরবিলাসবাবুর কয়েক জন অনুগামী এসে অনীশবাবুর বাড়িতে চড়াও হন। বচসা হাতাহাতি অবধি গড়ালে গ্রামবাসীরা তখনকার মতো তা সামলে নেন। শুক্রবার সকালে ফের দু’পক্ষের মারামারি বাধে। অভিযোগ, তাতে ধারাল অস্ত্রের আঘাতে জখম হন পাঁচ জন।
|
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পুজো পরিচালনার নিরিখে এ বারও এলাকার বেশ কিছু মণ্ডপকে পুরস্কৃত করবে কালনা থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গা পুজো ও ঈদুজ্জোহার প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সভায় এই ঘোষণা করা হয়। শহরের পুরশ্রী মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে পুলিশের তরফে ঘোষণা করা হয়, সুশৃঙ্খল ভাবে পুজো করার জন্য ১৭ দফা নিয়ম মেনে চলতে হবে উদ্যোক্তাদের। পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে ওই নিয়মাবলী তুলে দেওয়া হয়েছে। পুলিশের তরফে মণ্ডপগুলিতে ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হবে বলে নিয়মাবলীতে জানানো হয়েছে। অনুষ্ঠানে হাজির ছিলেন কালনার মহকুমাশাসক শশাঙ্ক শেঠি, স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, পুরসভার ভাইস চেয়াম্যান দেবপ্রসাদ বাগ প্রমুখ।
|
মদ্যপদের সঙ্গে সংঘর্ষের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল এক জনকে। গত মঙ্গলবার কাটোয়া শ্মশানঘাটের কাছে ভাগীরথীতে স্নানে যাওয়ার সময়ে এক দল যুবকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন কেতুগ্রামের ইছাপুর গ্রামের ভাগ্যধর হাজরা ও তাঁর পরিজনেরা। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর জখম ভাগ্যধরবাবুর মৃত্যু হয় বুধবার ভোরে। এই ঘটনায় ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা শ্মশানঘাট লাগোয়া বেশ কয়েকটি মদের ঠেক ভাঙচুর করেন। ভাগ্যধরবাবু কাটোয়া থানায় সাত জনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছিলেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে প্রীতম মল্লিক নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি কাটোয়ার মণ্ডলপাড়ায়। শুক্রবার আদালতে তোলা হলে তাকে সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
|
ষষ্ঠী শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে কাটোয়ার পানুহাটে দুই যুবক ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ করেছিলেন তার মা। এক অভিযুক্তকে আগেই ধরেছিল পুলিশ। শুক্রবার অপর অভিযুক্ত ছোট্টু দেবনাথকেও ধরা হয়েছে বলে জানায় পুলিশ। |