সরকারি নির্দেশিকা উপেক্ষা করে বন্ধের দিন, বৃহস্পতিবার পূর্বস্থলী ২ ব্লকের কালেখাঁতলা ২ পঞ্চায়েত এলাকার ৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার অভিযোগ উঠল ওই কেন্দ্রগুলির কর্মীদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে মহকুমাশাসকের নির্দেশে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পূর্বস্থলী ২ ব্লকের শিশু বিকাশ উন্নয়ন আধিকারিক (সিডিপিও)।
শুক্রবার ওই কেন্দ্রগুলি খুলতে গেলে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। কয়েকটি কেন্দ্রের কর্মীদের সঙ্গে বচসাও বেধে যায় তাঁদের। তাঁদের অভিযোগ, বন্ধের দিন কেন্দ্রগুলির তালা না খোলায় পড়ুয়া ও অন্তঃসত্ত্বা মহিলাদের এসেও ফিরে যেতে হয়। ঘটনাস্থলে যান পূর্বস্থলী ২ ব্লকের বিডিও মোদাস্সার মোল্লা। তিনি তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ থামে। যদিও বিক্ষোভের জেরে এ দিনও মিড-ডে মিল দেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা গৌতম নাথ, কবীর দেবনাথদের অভিযোগ, “উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বৃহস্পতিবার ওই কেন্দ্রগুলিতে কর্মীরা আসেননি। আমরা এ ব্যাপারে লিখিত অভিযোগ জানিয়ে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়েছি।” পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মানসী দাস বলেন, “যাঁরা সরকারি নির্দেশ উপেক্ষা করেছেন, তাঁরা শাস্তি পাবেন। তবে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে ব্যাপারে সচেতন থাকবে পঞ্চায়েত সমিতি।” কালনার মহকুমাশাসক শশাঙ্ক শেঠির বক্তব্য, “অভিযোগ পাওয়ার পরেই পূর্বস্থলী ২ ব্লকের সিডিপিও-কে এ ব্যাপারে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে সরকারি নিয়ম অনুযায়ী অঙ্গনওয়াড়ির ওই কর্মীরা শাস্তি পাবেন।” |