দু’দল বন্দির মধ্যে ব্যাপক মারামারি হল আসানসোল মহকুমা সংশোধনাগারে। তার জেরে সুনীল কুণ্ডু ও তাঁর ভাই শ্যামল কুণ্ড নামে দুই বন্দি গুরুতর জখম হয়েছেন। তাঁদের আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম সুনীলবাবু এ দিন হাসপাতালের পুলিশ সেলে শুয়ে অভিযোগ করেন, রাতে ভাল বিছানায় শুতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সংশোধনাগারের কয়েকজন বন্দি কয়েক হাজার টাকা চায়। তিনি তাঁদের সেই টাকা দিতে অস্বীকার করেন। এরপরই মারামারি বেধে যায়। সুনীলকে বাঁচাতে শ্যামল এগিয়ে আসেন। তাঁদের বেধড়ক মারধর করেন অন্য বন্দিরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সংশোধনাগার কর্তৃপক্ষ এবং ওই দু’জনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠায়। আসানসোলের মহকুমাশাসক প্রতুল কুমার ভুঁইয়া জানান, কী নিয়ে দু’দল বন্দির মধ্যে মারামারি বেঁধেছে তার তদন্ত শুরু করেছে সংশোধনাগার কর্তৃপক্ষ।
|
মাসখানেক ধরে বিদ্যুৎ ও জল নেই রানিগঞ্জের কুনস্তরিয়া এরিয়ার মহাবীর প্যাচ এলাকায়। প্রতিকারের দাবিতে শুক্রবার এরিয়া কার্যালয়ে জিএম এসএন সুমনকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এসএন সুমন জানান, ট্রান্সফর্মার বিকল হওয়ায় এমন বিপত্তি। সারাইয়ের কাজ চলছে। দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। অন্য দিকে, ২৯ দিন ধরে বিদ্যুৎ পাচ্ছেন না জামুড়িয়ার ইস্ট কেন্দা সিআইএসএফ কলোনি, ওসিপি কলোনি, গিরমিট ধাওড়ার প্রায় হাজার চারেক বাসিন্দা। শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে প্রায় ঘণ্টা তিনেক নিউ কেন্দা কোলিয়ারি যাওয়ার রাস্তা অবরোধ করে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তৃণমূল নেতা মনু সেনগুপ্ত জানান, ২৯ দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই। বারবার প্রতিকারের আবেদন জানালেও কোনও সুরাহা হয়নি। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, অবিলম্বে সমস্যার সমাধান করা হবে।
|
এক বধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল অন্ডালের উখড়ার গুলজার বাঁধ রেললাইন পাড়া এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বধূর স্বামী উখড়া পুলিশ আউটপোস্টে লিখিত অভিযোগে জানান, তাঁর অভিযোগ, মিন্টু ঘোষ নামে এক প্রতিবেশী ১৯ সেপ্টেম্বর বাড়ির সামনে তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করে। ওই বধূর স্বামীর দাবি, ঘটনার পরে উখড়া পুলিশ আউটপোস্টে অভিযোগ জানাতে গেলে অভিযোগ নেওয়া হয়নি। পরে স্থানীয় এক তৃণমূল নেত্রীকে সঙ্গে নিয়ে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযোগ নেওয়া হয়। অভিযোগ না নিতে চাওয়ার কথা অস্বীকার করে পুলিশ জানায়, অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হবে।
|
ডিজেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, রান্নার গ্যাসে ভর্তুকি চালু রাখা, এফডিআই বিজ্ঞপ্তি প্রত্যাহার, সারের দাম কমানো-সহ নানা দাবিতে শুক্রবার দুর্গাপুরে মিছিল করে আইএনটিটিইউসি। ভিড়িঙ্গি মোড় থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হয় বেনাচিতির পাঁচমাথা মোড়ে। সংগঠনের জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় জানান, শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকেরা মিছিলে যোগ দেন। |