খেলার টুকরো খবর |
|
জিতল সুপ্রিয় সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশনের ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় বিজয়ী হল সুপ্রিয় সঙ্ঘ। অআকখ মাঠে তারা এভারগ্রিন এসিকে ১০ গোলে হারায়। এ দিনের খেলায় বিজয়ী দলের হয়ে অমরেন্দু চক্রবর্তী ৫টি, তাপস বাউড়ি ২টি, অজয় পাথর, কৃষ্ণগোপাল সিংহ এবং পুষ্পতরু পাঁজা ১টি করে গোল করেন। খেলা পরিচালনা করেন ওমপ্রকাশ সিংহ, এমএমকে বণিক ও রবীন্দ্রনাথ সোরেন।
|
জয়ী ফতেপুর
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
চিত্তরঞ্জন জোনাল স্পোটর্স আয়োজিত চিত্তরঞ্জন ফুটবল লিগের শুক্রবারের ওভাল মাঠের খেলায় জিতল দেশবন্ধু ক্লাব। তারা রবীন্দ্র সঙ্ঘকে ৩ গোলে হারায়। এই খেলায় সেরা বিজয়ী দলের রবি মাজি। এই প্রতিযোগিতার এইচসিএল মাঠের খেলায় বিজয়ী হল ফতেপুর আরসি। তারা খুদিকা এসসিকে ৩ গোলে হরায়। এই খেলায় সেরা বিজয়ী দলের আর মাহাতো।
|
স্মৃতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত অনুপ দাস ও অজিত দলুই স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় জিতল ভারতী ভলিবল ক্লাব। এমএএমসি মাঠে তারা জিবিএফসিকে টাইব্রেকারে ৯-৮ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২।
|
জিতল ছাত্রসঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও দুলাল খান স্মৃতি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে জিতল কেন্দ্রা ছাত্রসঙ্ঘ। তারা শুক্রবার বাজারি মাঠে দুর্গাপুর অগ্রণী সঙ্ঘকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য। আয়োজক সংস্থার পক্ষে দেবাশিস ঘোষ জানান, ২৯ সেপ্টেম্বর ফাইনালে এদিনের বিজয়ী দল জবা এফএর সঙ্গে খেলবে।
|
জয়ী রামনগর
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
চিচুড়িয়া সুভাষ সমিতি আয়োজিত বাগম্বর চক্রবর্তী স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শুক্রবার প্রথম দিনের খেলায় জিতল রামনগর ইন্দ্রজিৎ অ্যাকাডেমি। সুভাষ সমিতির মাঠের খেলায় তারা নিমাইডাঙাকে ২-০ গোলের ব্যবধানে হারায়। |
|