আজ তৃণমূল মন্ত্রীদের ইস্তফা |
অবশেষে তিন বছরের শরিকি সম্পর্কের ইতি। আজ আনুষ্ঠানিকভাবে ইউপিএ থেকে সমর্থন প্রত্যাহার করছে তৃণমূল। বিকেল ৩টে নাগাদ প্রধানমন্ত্রীর হাতে ইস্তফাপত্র তুলে দেবেন তৃণমূলের ছয় কেন্দ্রীয় মন্ত্রী। এফডিআই, ডিজেলের মূল্যবৃদ্ধি, সার, রান্নার গ্যাসে ভর্তুকি হ্রাস ইত্যাদি নানা বিষয়ে কংগ্রেস-তৃণমূল সংঘাতের চরম আবহেই এই ইস্তফার সিদ্ধান্ত নেয় তৃণমূল। আজ দিল্লি রওনা হওয়ার আগে রেলমন্ত্রী মুকুল রায় জানান সরকারের এফডিআই-এর সিদ্ধান্ত অনৈতিক। এর বিরুদ্ধে পথে নামবে তৃণমূল। আজ ইস্তফা দিতে চলেছেন রেলমন্ত্রী মুকুল রায়-সহ পাঁচজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুদীপ বন্দোপাধ্যায়, সৌগত রায়, শিশির অধিকারী, সুলতান আহমেদ ও সি এম জাটুয়া। অন্যদিকে তৃণমূল মন্ত্রীদের ইস্তফা দেওয়ার পর রাজ্য মন্ত্রীসভা থেকে সমর্থন প্রত্যাহার করবে কংগ্রেস। তবে রাষ্ট্রপতি ও রাজ্যপালের কাছে এখনও পর্যন্ত সময় চায়নি কোনও পক্ষই। আজ বিকেল ৫টা নাগাদ কংগ্রেসের কোর কমিটির বৈঠকে মন্ত্রীসভার রদবদল নিয়ে আলোচনার সম্ভাবনা।
|
যাদবপুরে মহিলার হার ছিনতাই |
আজ সকালে যাদবপুরে এক মহিলার হার ছিনতাই করে পালায় কয়েকজন দুষ্কৃতী। ঘটনাটি ঘটে যাদবপুরের সেন্ট্রাল পার্কে। সকালে ওই মহিলা প্রাতঃভ্রমণে বের হন। সেন্ট্রাল পার্কে ফুল কেনার সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ জানান তিনি। বাইকে করে এসে মহিলার হার ছিনতাই করে পালাবার সময় বাধা দিতে গেলে শূন্যে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। |