|
|
|
|
|
|
তিনি বলেন
|
অভিযোগ গুরুতর। |
বিশ্বরঞ্জন শতপথী |
প্রসঙ্গ লুম্বিনীতে রোগিণীর ‘ধর্ষণ’ |
|
|
|
|
|
দিন যেমন
অসীম দাস |
আজকের রাশি: তুলা।
নক্ষত্র: স্বাতী।
শুভ রং: লাল, সবুজ ও আকাশি নীল। এড়িয়ে চলুন হলুদ ও কমলা।
শুভ সংখ্যা: ১, ৪, ৬ ও ৮। এড়িয়ে চলুন ৫।
আজ কর্মক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়বে। কোনও মহিলার দ্বারা উপকৃত হতে পারেন। ব্যবসায়ীদের যে কোনও বিনিয়োগ সাবধানে করা উচিত, অন্যথায় বিশাল ক্ষতি। বড় ভাইয়ের শরীর নিয়ে দুশ্চিন্তা। ভিন্নভাষী কারও প্রেমে পড়তে পারেন। সন্তানকে নিয়ে দাম্পত্যে অশান্তি। লিভারের সমস্যায় সতর্ক হোন। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
বাড়ছে দুর্ঘটনা
কলিকাতা মেট্রোপলিটন পরিকল্পনা সংস্থার রিপোর্টে প্রকাশ, গত পাঁচ বৎসরে ৭৬,২১৭টি দুর্ঘটনায় ২,২৭৮ জন লোক প্রাণ হারায়। যান ও চলাচলকারীর সংখ্যা বৃদ্ধি দুর্ঘটনার একটি কারণ। যান দুর্ঘটনায় মৃতদের শতকরা ৭০ জন পদব্রজে ভ্রমণকারী।
— আনন্দবাজার পত্রিকা, ১৯ সেপ্টেম্বর ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|