আজকের শিরোনাম
‘সরকার বাঁচাতে’ বৈঠক
এফডিআই এবং ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতেই অনড় থেকে গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ফলে এবার বিপাকে পড়েছে ইউপিএ-২ সরকার। সমাধানসূত্র খুঁজতে আজ দিল্লির ৭নম্বর রেসকোর্স রোডে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বাসভবনে কংগ্রেসের কোর কমিটির বৈঠক বসেছিল। বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, সনিয়া গাঁধী, পি চিদম্বরম, আহমদ পটেল, এ কে অ্যান্টনি-সহ কংগ্রেসের তাবড় নেতারা। এফডিআই এবং ডিজেলের বর্ধিত মূল্যের বিষয়ে বিরোধিতায় সামিল মুলায়ম সিংহ যাদবও। তবে ইউপিএ সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের বিষয়ে তিনি এখনই কিছু বলতে চাননি। ফলে দেশের সব রাজনৈতিক মহলে জল্পনা এখন তুঙ্গে। সরকার টিকিয়ে রাখতে ২৭১-এর ম্যাজিক ফিগারে এবার টান পড়েছে। তৃণমূল সমর্থন প্রত্যাহার করায় ইউপিএ-২ এখন সংখ্যালঘু।

নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে দুই অভিযুক্তের আত্মসমর্পণ
আত্মসমর্পণ করলেন নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে অন্যতম দুই অভিযুক্ত সিপিএম-এর বিজন রায় এবং অশোক বেরা। আজ হলদিয়া মহকুমা আদালতে এই দুই অভিযুক্ত আত্মসমর্পণ করেন। প্রসঙ্গত, নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে এই দুজনের বিরুদ্ধে হত্যা, দেহ লোপাট ও সন্ত্রাস সৃষ্টির অভিযোগ দায়ের করে সিআইডি। হলদিয়া মহকুমা আদালত এই ঘটনায় অভিযুক্ত সকলের বিরুদ্ধে হুলিয়া জারি করে যার মেয়াদ শেষ হচ্ছিল ২৪ সেপ্টেম্বর। তার আগেই বিজন রায় এবং অশোক বেরার আত্মসমর্পন নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে একটা বড়সড় সাফল্য বলে মনে করছে সিআইডি।

চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে অভিযান শুরু রিয়াল, আর্সেনালের
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ মুহূর্তের গোলে ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ। বের্নাবৌতে চূড়ান্ত নাটকীয় এই ম্যাচে ম্যান সিটির পক্ষে গোল করেন জেকো ও কোলারভ। অন্যদিকে রিয়ালের হয়ে গোল করেন মার্সেলো, করিম বেঞ্জেমা ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দু’বার এগিয়েও হারতে হওয়ায় হতাশ সিটির সমর্থকরা। অন্য ম্যাচে মন্তপেলিয়েরকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ বি-তে অভিযান শুরু করল আর্সেনাল। আর্সেনালের হয়ে গোল করেন লুকাস পোদোলস্কি ও জার্ভিনহো। মন্তপেলিয়েরের হয়ে পেনাল্টি থেকে গোল করেন ইয়োনেস বেলহান্দা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.