মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষক-চিকিৎসক বিক্রম সাহার অপমৃত্যুতে অভিযুক্ত ৫ চিকিৎসকের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল মেদিনীপুর জেলা ও দায়রা আদালত। আগেই আদালতের কাছে আগাম জামিনের আবেদন করেছিলেন অভিযুক্ত চিকিৎসকেরা। গত শনিবার শুনানি হয়েছে। দু’পক্ষের বক্তব্য শুনে মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক সমর রায় আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছেন।
এই ঘটনায় সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার ও ৬ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বিক্রমবাবুর স্ত্রী শালিনীদেবী। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু হয়েছিল। অভিযুক্ত ৬ চিকিৎসকের মধ্যে অনুপ রায় এখন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে রয়েছেন। বাকি ৫ জন মেদিনীপুর শহরে থাকেন। এঁদের মধ্যে অশোক মাইতি, আশিস হাজরা, মৃণাল বর্মন, অরুণ আচার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত। দেবাশিস মজুমদার নামে আর এক চিকিৎসক আগে মেদিনীপুর মেডিক্যালে কাজ করতেন। তবে রাজ্যে পালাবদলের পর চাকরি থেকে ইস্তফা দেন। অনুপবাবু আগেই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। চলতি মাসের ৭ তারিখ সেই আবেদন মঞ্জুর হয়েছে। এ বার মেদিনীপুর আদালত অভিযুক্ত বাকি ৫ চিকিৎসকের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল। সিপিএমের জেলা সম্পাদক দীপকবাবু এখনও আদালতে আগাম জামিনের আবেদন করেননি বলে দল সূত্রে খবর। ওই সূত্র জানাচ্ছে, সিপিএমের জেলা সম্পাদক তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, এটি মিথ্যে মামলা। তাই দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই যা পদক্ষেপ করার করব।
গত ৯ জুন সকালে মাত্রাতিরিক্ত ইনসুলিন নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মেদিনীপুর মেডিক্যালের শিক্ষক-চিকিৎসক বিক্রমবাবু। ১৩ জুন রাতে কলকাতার এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ১৬ জুন মেদিনীপুর কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী শালিনীদেবী। শুরুতে পুলিশই ঘটনার তদন্ত শুরু করেছিল। পরে ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। সব দিক খতিয়ে দেখতে মেদিনীপুরে আসেন ডিআইজি সিআইডি (অপারেশন) কে জয়রামন। সিআইডি ঘটনার তদন্তভার হাতে নেওয়ার পর ২০ জুন মেদিনীপুরের জেলা ও দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন মেদিনীপুরের ওই ৫ চিকিৎসক। ওই আবেদনের প্রেক্ষিতে ১০ জুলাই শুনানির দিন ধার্য হয়েছিল। পরে ওই শুনানির দিন পিছিয়ে দেওয়ার জন্যও আদালতের কাছে আবেদন করেছিলেন অভিযুক্তপক্ষের আইনজীবী। পরে আগাম জামিন চেয়ে আদালতে করা আবেদন প্রত্যাহার করে অভিযুক্তপক্ষ।
অগস্টে ফের আগাম জামিনের আবেদন জানানো হয়। তার প্রেক্ষিতেই শনিবার শুনানি হয়েছে। এই মামলায় অভিযুক্ত অনুপ রায়কে যে হাইকোর্ট আগাম জামিন দিয়েছে, সেই বিষয়টিও শুনানির সময় জানান অভিযুক্তপক্ষের আইনজীবী। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারক ৫ হাজার টাকার বন্ডে ওই ৫ চিকিৎসকের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন। অভিযুক্তপক্ষের আইনজীবী ক্ষিতীশ পলমল বলেন, “এ ক্ষেত্রে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে।” অভিযুক্তপক্ষের বক্তব্য, সিআইডি’র তদন্তে এই চিকিৎসকদের সঙ্গে ঘটনার কোনও যোগ থাকার প্রমাণ মেলেনি। তাই হাইকোর্ট ও মেদিনীপুর জেলা ও দায়রা আদালত আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে। সিআইডি’র বক্তব্য, তদন্ত চলছে। এ ক্ষেত্রে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। |
আলোচনায় বসার ডাক
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসাপাতাল গড়ার জন্য মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতৃত্বকে আলোচনায় বসার আহ্বান জানালেন প্রদেশ যুব কংগ্রেস সভানেত্রী তথা সাংসদ মৌসম বেনজির নুর। সোমবার জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী জেলা কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠক করেন। সেখানে ছিলেন মৌসমও। বৈঠকে হাসপাতালের দাবিতে ২৩ সেপ্টেম্বরের বদলে ৯ অক্টোবর চাঁচলে সভা করা হবে বলে ঠিক হয়েছে। বৈঠক পর মৌসম বলেন, “আমি মনে করি আলোচনার মাধ্যমে হাসপাতাল গড়ার সমস্যা সমাধান হবে। দুই পক্ষকে এগিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতৃত্ব আলোচনায় বসলে সমস্যা মিটে যাবে।” তিনি জানান, উত্তরবঙ্গের মানুষ স্বাস্থ্য পরিষেবার দিকে থেকে বঞ্চিত। রায়গঞ্জে এই হাসপাতাল গড়ে উঠলে উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবেন। ওই হাসপাতাল গড়ার দাবিতে উত্তরবঙ্গের ৬ জেলায় সভা করা হচ্ছে। |