টুকরো খবর
আত্মসমর্পণ অভিযুক্তের
আদালতে আত্মসমর্পণ করলেন পুরসভার অর্থ তছরুপ এবং প্রতারণায় অভিযুক্ত পার্কিং ফি সংগ্রহের ঠিকাদার রাকেশ পাল। সোমবার শিলিগুড়ি অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সন্তোষ পাঠকের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। সহকারি সরকারি আইনজীবী মানিক সাহা জানিয়েছেন, রাকেশবাবুর তরফে জামিনের আবেদন করা হলেও এ দিন তা নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। আজ, মঙ্গলবার ওই মামলার নথি তদন্তকারী পুলিশ অফিসারকে আদালতে পেশ করতে বলা হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০১১-২০১২ সালে পার্কিং ফি সংগ্রহের বরাত পেয়েও পুরসভার প্রাপ্য প্রায় ১২ লক্ষ টাকা রাকেশবাবু দেননি বলে অভিযোগ। অথচ ওই এক বছর ধরে তিনি পার্কিং ফি সংগ্রহ করেছেন। বারবার চিঠি দিয়ে তা মিটিয়ে দিতে বলা হলেও তিনি দেননি। এ বছর বরাত না পেলেও অবৈধ ভাবে স্লিপ ছাপিয়ে শিলিগুড়ির সেবক মোড় থেকে পানিট্যাঙ্কি মোড় পর্যন্ত ফি সংগ্রহের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ১০ সেপ্টেম্বর পুরসভার তরফে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছিল। রাকেশবাবু-সহ ৬ জনের বিরুদ্ধে পার্কিংয়ের বরাত পেয়েও পুরসভার প্রাপ্য প্রায় ২২ লক্ষ টাকা না মেটানোর অভিযোগ ওঠে। রাকেশবাবুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হলেও বাকিদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নিতে পারেননি পুর কর্তৃপক্ষ। পুর কর্তৃপক্ষের দাবি, বাকিদের একাংশ টাকা মিটিয়ে দিতে চেয়ে যোগাযোগ করেছেন। সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বামেদের প্রতিশ্রুতি
বন্ধের সামনে রাস্তায় নামলেও ফেডারেশন কাপ যাতে ব্যাহত না হয় সেদিকে নজর রাখবেন বামফ্রন্ট নেতৃত্ব। সোমবার সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান সিপিএমের দাজির্লিং জেলা সম্পাজকমণ্ডলীর অন্যতম সদস্য তথা প্রাক্তন পুর মন্ত্রী অশোক ভট্টাচার্য। মহকুমা ক্রীড়া পরিষদ সূত্রের খবর, আগামী ২০ সেপ্টেম্বর থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফেডারেশনের কাপের খেলা শুরু হবে। ওই দিন দুটি খেলা রয়েছে। ওই দিনই ১২ ঘন্টার বন্ধ ডেকেছে বামফন্ট। অশোকবাবু বলেন, “বন্ধের জন্য ফেডারেশন কাপ খেলায় যাতে কোনও সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। খেলায় অংশগ্রহণের জন্য যে সমস্ত গাড়ি চলবে সেগুলিকে কোনও বাধা দেওয়া হবে না।” অশোকবাবু জানান, খুচরো বাজারে বিদেশী বিনিয়োগ, ডিজেল, গ্যাসের দামবৃদ্ধি এবং শিলিগুড়িতে হকার উচ্ছেদ, হাসপাতালের বেহাল অবস্থা, পুরসভার দুর্নীতি সহ একাধিক ইস্যুতে তারা ধারাবাহিক আন্দোলনে যাবেন। এদিন অনিল বিশ্বাস ভবনে বামফ্রন্টের বৈঠক হয়। সেখানেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ, মঙ্গলবার শিলিগুড়ির সর্বত্র পথসভা করবে বামফ্রন্ট। কাল, বুধবার কেন্দ্রীয় ভাবে শিলিগুড়িতে মিছিল করবে তারা। ২০ সেপ্টেম্বর বন্ধ সর্বাত্বক করতে রাস্তায় নামবেন তারা। এরপর অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে অঞ্চলে অঞ্চলে জনসভা করবে বামফ্রন্ট।

ধর্ষণের চেষ্টা, ধৃত
পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার শহর লাগোয়া নিউ শোভাগঞ্জ এলাকায়। সোমবার সকালে অভিযুক্তকে ধরে গণপ্রহার শুরু করেন এলাকার বাসিন্দারা। পুলিশ অভিযুক্তকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। আলিপুরদুয়ার থানার আইসি স্বপন কুমার ঘোষ জানান, জীতেন যাদব নামের ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন। ওই ছাত্রী ধৃতের প্রতিবেশী। টিউশন পড়ে বাড়ি ফেরার সময় জীতেন তাকে ফুঁসলে বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।

জুনিয়র ফুটবল
দাদাভাই ক্লাবের উদ্যোগে আন্তঃ কোচিং ক্যাম্প জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় সেরা হল শিলিগুড়ি ফুটবল অ্যাকাডেমি। সোমবার নেতাজি কোচিং ক্যাম্পকে তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। এ দিন ফাইনালে মাঠে ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া। তার আগে বাগডোগরায় অঞ্চল কংগ্রেসের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচেও তিনি মাঠে উপস্থিত থাকেন। স্থানীয় ক্লাব, চা বাগান, বনবস্তির উৎসাহী দলগুলিকে নিয়ে ওই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। এ দিন ফাইনালে বাগডোগরা চা বাগান টাই-ব্রেকে সেন্ট্রাল ফরেস্ট দলকে হারিয়েছে।

ক্রিকেট কোর্স
‘ক্রিকেট অস্ট্রেলিয়া’ অনুমোদিত ক্রিকেট শিক্ষার কোর্স শিলিগুড়িতে চালু করতে চলেছে ক্রিকেট ইন্ডিয়া অ্যাকাডেমি। সোমবার শিলিগুড়ির দাগাপুরে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন, শিলিগুড়িতে এর দায়িত্বে থাকা ব্যক্তি অনন্তদেব মজুমদার। উপস্থিত ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কোচ ম্যানেজার ম্যাথিউ বেটসে এবং স্পোর্টস এডুকেশন ডেভেলপমেন্ট ইন্ডিয়ার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্টিন গ্লেসন। আজ, মঙ্গলবার শিলিগুড়ির টাউন স্টেশনের কাছে আরএসি ক্লাবের মাঠে ক্রিকেটের ওই পাঠ্যক্রম শেখানোর উদ্দেশ্যে শিলিগুড়ি অ্যাকাডেমির উদ্বোধন হবে বলে তাঁরা জানিয়েছেন।

গ্রেফতার ৩ জুয়াড়ি
জুয়ার বসানোর অভিযোগে এক লজের মালিক সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিার রাতে ঘটনাটি ঘটে প্রধাননগর থানার জংশন এলাকায়। পুলিশ জানায়, ধৃত লজের মালিকের নাম রাজীব ঘোষ। তার বাড়ি ওই এলাকাতেই। এ ছাড়া আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। জুয়ার বোর্ড থেকে বেশ কিছু টাকাও আটক করেছে পুলিশ।

গ্রেফতার
স্পিরিট পাচারের অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে জংশন এলাকা থেকে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ। ধৃতের নাম মামণি বিশ্বাস। তার বাড়ি ভক্তিনগর থানার অম্বিকানগরে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.