মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশালীন মন্তব্য করা নিয়ে গোলমালের জেরে চর নবীনগঞ্জ হাই মাদ্রাসার চতুর্থ শ্রেণীর এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ইদ্রিস আনসারি। বাড়ি থানারপাড়ার নতিডাঙ্গায়। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গিয়েছে, অভিযোগ উঠেছে, শুক্রবার নতিডাঙা এলাকাতে হান্নান মণ্ডল নামে এক সক্রিয় তৃণমূল কর্মীর দোকানে গিয়ে মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করেন ইদ্রিস। তার প্রতিবাদ করাতে ওই তৃণমূল কর্মীকে হুমকি দেওয়ার পাশাপাশি ইদ্রিস মারধরও করেন বলে অভিযোগ। এরপর হান্নান রবিবার থানারপাড়া থানায় অভিযোগ জানালে পুলিশ ওই দিনই ইদ্রিসকে গ্রেফতার করে। সোমবার তাঁকে তেহট্ট মহকুমা আদালতে তোলা হলে তিনি জামিনে মুক্তি পান।
|
যমশেরপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল কংগ্রেস। রবিবার ওই নির্বাচনে ৪টি আসনে জয়ী হয় কংগ্রেস। বামফ্রন্ট পেয়েছে ২টি আসন। রেজিনগরের শক্তিপুর বালিকা বিদ্যালয়ের নির্বাচনে বামফ্রন্ট ৫টি আসনে জয়ী। কংগ্রেস ১টি আসন পায়। ওই স্কুলে গত পরিচালন সমিতি বামফ্রন্টের দখলেই ছিল।
|
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের কারণে সারা মুর্শিদাবাদ জেলায় আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল-মিটিং করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলেন জেলাশাসক রাজীব কুমার। সেই সঙ্গে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার বিষয়েও তিনি নির্দেশ জারি করেন। ২১ সেপ্টেম্বর থেকে ফেরত দেওয়া হবে।
|
দৌলতাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির ৯টি আসনের সব ক’টি দখল করল কংগ্রেস। রবিবার ওই নির্বাচন হয়। বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শিলাদিত্য হালদার বলেন, “তৃণমূল এবং সিপিএমও প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের জামানত জব্দ হয়েছে।”
|
বিশিষ্ট ‘প্যাথোলজিস্ট’ নীহার মুখোপাধ্যায় সোমবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বহরমপুরের গোরাবাজার এলাকার শহিদ সূর্য সেন রোডের বাসিন্দা নীহারবাবু রেখে গেলেন স্ত্রী, দুই ছেলেমেয়েকে।
|
চাকদহের দ্বরাপপুর সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল সিপিএম। রবিবার অনুষ্ঠিত ভোটে ৫৭টি আসনের মধ্যে ৩২টি সিপিএম, ১৬টি বিজেপি, ৬টি তৃণমূল ও ৩টিতে কংগ্রেস প্রার্থীরা জয়ী। গতবার বাম বিরোধী জোট এই সমবায় সমিতির নির্বাচনে জেতে। |