টুকরো খবর
এনডিএ শিবিরে ভোট, লগ্নি নিয়ে মতবিরোধ
আগাম লোকসভা নির্বাচন ও খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি-দু’টি প্রশ্নেই মতান্তর দেখা দিয়েছে এনডিএ শিবিরে। আজ দিল্লিতে আগাম নির্বাচনের জুজু দেখিয়ে বিজেপি সভাপতি নিতিন গডকড়ী দলীয় কর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন। ওই একই প্রশ্নে কিন্তু নির্লিপ্ত দীর্ঘদিনের জোট-সঙ্গী নীতীশ কুমার। তাঁর মতে, আগে ভোট হওয়ার কোনও সম্ভাবনাই নেই। লোকসভা নির্বাচন যথা সময়েই হবে। বিজেপি শিবিরের একাংশের মতে, কয়লা কেলেঙ্কারি, ডিজেলের মূল্যবৃদ্ধি ও খুচরো ব্যবসায়ে বিদেশি লগ্নি নিয়ে কংগ্রেসের সঙ্গে শরিক ও সমর্থনকারী দলগুলির দূরত্ব বাড়ছে। তাই শরিক বা সমর্থনকারী দলগুলি সমর্থন তুলে নিতেও পারে। সে ক্ষেত্রে আগেই লোকসভা ভোট হতে পারে। কিন্তু, এই বিষয়ে বিজেপি-র সঙ্গে একমত নন জেডিইউ নেতৃত্ব। কয়লা কেলেঙ্কারির প্রশ্নে গোটা বাদল অধিবেশনে সংসদ চলতে দেয়নি বিজেপি। তা নিয়েও ক্ষুব্ধ জেডিইউ। খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির প্রশ্নে অবশ্য বিজেপি-র সঙ্গে মতের মিল রয়েছে নীতীশের। বিহারের মুখ্যমন্ত্রীর বক্তব্য, ইউপিএ সরকারের এই সিদ্ধান্ত প্রাণঘাতী। বিহারে খুচরো ব্যবসায়ে বিদেশি লগ্নির অনুমতি দেওয়া হবে না। কিন্তু, এই প্রশ্নেই পঞ্জাবে জোট শরিক শিরোমণি অকালি দলের সঙ্গে মতবিরোধ রয়েছে বিজেপি-র। পঞ্জাবে খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি চান অকালি নেতৃত্ব। সে কথা তাঁরা বিজেপিকে জানিয়ে দিয়েছেন। ফলে, পঞ্জাবে দল কী অবস্থান নেবে তা নিয়ে বিজেপি-র মধ্যে সংশয় তৈরি হয়েছে।

চিন সীমান্তে শক্তি বাড়াতে চায় ভারত
উত্তর ও উত্তর-পূর্ব সীমান্তে শক্তিবৃদ্ধি করতে চায় সেনাবাহিনী। ওই অঞ্চলে সামরিক পরিকাঠামোর বড় ধরনের পরিবর্তন ঘটিয়েছে চিন। তার পরেই এই বিষয়ে সতর্ক হয়েছে নয়াদিল্লিও। বেশ কিছু দিন ধরেই ভারত-চিন সীমান্তে শক্তি প্রদর্শন করতে উদ্যোগী হয়েছে চিন। সম্প্রতি হিমালয়ের উপরে সীমান্তের কাছেই মহড়ায় নামে চিনা যুদ্ধবিমান। সেই মহড়ার ছবি প্রকাশিত হয়েছে চিনা সংবাদপত্রে। সেনা সূত্রে খবর, লাদাখ ও উত্তরাখণ্ডে সাঁজোয়া বাহিনী ও ট্যাঙ্ক ব্রিগেড মোতায়েন করতে চান সেনা কর্তৃপক্ষ। এই বাহিনীকে রাশিয়ায় তৈরি ট্যাঙ্ক ও সাঁজোয়া গাড়ি দেওয়া হবে। পাহাড়ে লড়াইয়ের জন্য বিশেষ বাহিনী গড়ার পাশাপাশি আরও ১ লক্ষ সেনা নিয়োগের পরিকল্পনাও রয়েছে সেনা কর্তৃপক্ষের। কৌশলগত দিক থেকে চিনের মোকাবিলা করতে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই অঞ্চলেও বাড়তি ১০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির। চিন সীমান্তে বেশ কিছু রাস্তা তৈরির কাজ চলছে। অসমে মোতায়েন করা হয়েছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। অরুণাচল প্রদেশে পৌঁছে গিয়েছে সুখোই বিমান। লাদাখ ও উত্তর-পূর্বে সেনার পুরনো বিমানঘাঁটিগুলির উন্নয়নের কাজও শুরু হয়েছে। মালবাহী ও যুদ্ধবিমানের জন্য ওই ঘাঁটিগুলি ব্যবহার করতে চায় সেনাবাহিনী।

বিক্ষোভে বন্ধ চেন্নাইয়ে মার্কিন ভিসা দফতর
ইসলাম-বিরোধী ছবিটির প্রতিবাদে বিক্ষোভের ফলে চেন্নাইয়ের মার্কিন দূতাবাসের ভিসা বিভাগ আজ ও কাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ। দূতাবাসের সরকারি ওয়েব সাইটে বলা হয়েছে, “ভিসা বিভাগের সমস্ত কাজ দু’দিন বন্ধ থাকবে। তবে মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া হবে।” বিতর্কিত ছবিটির প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ এ দিন তৃতীয় দিনে পড়ল। অন্য একটি মুসলিম সংগঠন কাল বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিয়েছে। দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, এই সব দেখেশুনে গত কালই ভিসা বিভাগ দু’দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূতাবাস চত্ত্বরে মার্কিন গ্রন্থাগারটিও আজ এবং কাল বন্ধ রাখা হবে। সম্প্রতি মার্কিন দূতাবাসগুলিতে নতুন করে হামলা করার হুমকি দিয়েছে আল কায়দা। এর পরিপ্রেক্ষিতে সুদান এবং তিউনিসিয়ার মার্কিন দূতাবাস থেকে কিছু কর্মীকে চলে আসার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। এ দিন লেবাননের সংগঠন হিজবুল্লা বিতর্কিত ছবিটির প্রতিবাদে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে। সংগঠনের নেতা শেখ হাসান নাসরাল্লাহ হুমকি দিয়েছেন, “বিশ্বের জানা উচিত এই অপমান মুসলিমরা মুখ বুজে মেনে নেবেন না।”

আরুষি-কাণ্ডে জামিন নূপুর তলোয়ারের
আরুষি-হেমরাজ হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত নূপুর তলোয়ারকে সোমবার জামিন দিল সুপ্রিম কোর্ট। পুলিশ সূত্রে খবর, ২৫ সেপ্টেম্বর দশনা জেল থেকে মুক্তি দেওয়া হবে তাঁকে। তবে এই সময়ের মধ্যেই মামলার সঙ্গে জড়িত বাকি সাক্ষীদের জেরার কাজ সিবিআইকে শেষ করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। নিজের মেয়ে আরুষি এবং পরিচারক হেমরাজ হত্যায় অভিযুক্ত হওয়ায় গত প্রায় চার মাস পুলিশি হেফাজতে রয়েছেন নূপূর। এ দিন শীর্ষ আদালত তাঁর জামিন মঞ্জুর করলে বিরোধিতা করে সিবিআই। সিবিআইয়ের মূল দাবি, জামিন পেলে নূপুর এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ১৩ জন সাক্ষীকে ‘প্রভাবিত’ করার চেষ্টা করতে পারেন। কিন্তু সেই যুক্তির বিরোধিতা করে নূপূরের আইনজীবীরা জানান, সিবিআই অযথা বিষয়টিতে নাক গলাচ্ছে। তাঁদের বক্তব্য, এই জোড়া-হত্যাকাণ্ডের ব্যাপারে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য ও সাক্ষ্যপ্রমাণ ইতিমধ্যেই পেশ করা হয়ে গিয়েছে আদালতে। ফলে নূপূরের পক্ষে কোনও ভাবেই সাক্ষীদের প্রভাবিত করা সম্ভব নয়। আইনজীবীদের এ হেন সওয়ালের পরেই তাঁর জামিনের আর্জি মঞ্জুর করে শীর্ষ আদালত। প্রসঙ্গত, ২০০৮ সালের ১৬ মে নিজের বাড়িতেই খুন হয় কিশোরী আরুষি তলোয়ার। পরিচারক হেমরাজের দেহ পর দিন বাড়ির ছাদে মেলে। তদন্তে সিবিআই জানায়, এই জোড়া খুনের অন্যতম দুই অভিযুক্ত আর কেউ নন, স্বয়ং আরুষির মা-বাবা নূপুর ও রাজেশ তলোয়ার। গত ৩০ এপ্রিল গাজিয়াবাদ আদালতে আত্মসমর্পণ করেন নূপূর। এর পর ইলাহাবাদ হাইকোর্টে জামিনের আবেদন জানান তিনি। কিন্তু হাইকোর্ট তা খারিজ করে দিলে শীর্ষ আদালতে আবেদন করেন নূপুর।

রাহুল আন্তর্জাতিক নেতা, কটাক্ষ মোদীর
নিজের জন্মদিনেই সনিয়া গাঁধীর বিদেশিনি পরিচয় টেনে ছেলে রাহুল গাঁধীকে কটাক্ষ করলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, রাহুল গাঁধী ‘আন্তর্জাতিক নেতা’। তিনি ইতালি থেকেও নির্বাচনে দাঁড়াতে পারেন। গুজরাতের আগামী নির্বাচন কি মোদী বনাম রাহুলের লড়াই হতে চলেছে? গত সপ্তাহে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে কংগ্রেসের মুখপাত্র রশিদ আলভি মন্তব্য করেছিলেন, রাহুলের সঙ্গে মোদীর সঙ্গে কোনও তুলনাই চলে না। রাহুল জাতীয় স্তরের কংগ্রেস নেতা। আর মোদী গুজরাতের আঞ্চলিক নেতা। গত কাল একই মন্তব্য করেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। এর জবাব দিতে গিয়ে এ দিন রাজকোটে স্বামী বিবেকানন্দ যুব কনভেনশনের অনুষ্ঠানে মোদী বলেন, “সম্প্রতি কিছু কংগ্রেস নেতা বলেছেন, রাহুল গাঁধী জাতীয় নেতা। আর আমি আঞ্চলিক নেতা। আমি আঞ্চলিক নেতা হতে পেরেই খুশি।” এর পরেই মোদীর কটাক্ষ, “কিন্তু রাহুল জাতীয় নেতা, এটা আমি মানতে পারছি না। রাহুল জাতীয় নয়, আন্তর্জাতিক নেতা। তিনি ভারতের পাশাপাশি ইতালি থেকেও নির্বাচনে দাঁড়াতে পারেন। আগেও বিজেপি সনিয়াকে বিদেশিনি বলে আক্রমণ করেছে। এ দিনও রাহুলকে নিশানা করতে গিয়ে সেই পথে হাঁটলেন মোদী।

চিরাঙে নিহত আটসা নেতা
ফের হত্যাকাণ্ড চিরাঙে। বেশ কিছুদিন শান্ত থাকার পরে গত কাল রাত ২টো নাগাদ বড়োভূমির চিরাং-এ এক ব্যক্তিকে গুলি করে মারল দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, বিজনির গুণ্ডামারা এলাকায় জপেন্দ্র সোরেন তিন সঙ্গীর সঙ্গে খেত পাহারা দিচ্ছিলেন। একটি ঝুপড়িতে ছিলেন তাঁরা। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁর নাম ধরে ডাকে। ঝুপড়ির বাইরে আসতেই তাঁকে গুলি করা হয়। ঘটনাস্থলেই সোরেনের মৃত্যু হয়। তিনি অল আদিবাসী ছাত্র সংস্থার (আটসা) বিজনি শাখার প্রাক্তন সভাপতি। সোরেনের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন নিন্দার সরব হয়েছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। দুষ্কৃতীদের সন্ধানে নেমেছে পুলিশ। এ দিকে, আজ দুলিয়াজানের সেন্ট জেভিয়ার্স কলেজের সামনে থেকে দু’টি ও বরুয়া চারিয়ালিতে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কলেজের সামনে মেলা দুই ব্যক্তির নাম অবোধ দাস ও সুনীল বরাইকর। বরুয়া চারিয়ালিতে মেলা মৃত ব্যক্তি রাহুল শইকিয়া বলে জানা গিয়েছে। কেন, কী ভাবে এই তিন জন মারা গেল তা জানতে তদন্ত চলছে। পুলিশের অনুমান, এর সঙ্গে নামনি অসমের গোষ্ঠী সংঘষের্র কোন সম্পর্ক নেই।

মুম্বইয়ে আগুন
হঠাৎ আগুনে ভষ্মীভূত হয়ে গেল মণীশ মার্কেট সংলগ্ন একটি দ্বিতল বাড়ি। বিকেল সাড়ে চারটে নাগাদ বাড়িটিতে কোনও ভাবে আগুন লাগে। তার মধ্যে ওই বাড়িতেই ছিল একটি গুদামঘর। সেখানে প্রচুর খেলনা রাখা ছিল। যা থেকে সহজেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করছে দমকল। স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দিলে আগুন নেভাতে হাজির হয় দমকলের ১২টি ইঞ্জিন। ঘটনায় আহত হন দমকল বাহিনীর এক কর্মী, ক্ষতিগ্রস্ত হয় একটি ইঞ্জিনও। ভাগ্যক্রমে বেঁচে যায় ঘটনাস্থলের খুব কাছেই বিদ্যুৎ সরবরাহের অফিস। আগুন লাগার কারণ জানা যায়নি এখনও।

গুলিবিদ্ধ চা-কর্তা
জঙ্গিদের হাতে গুলিবিদ্ধ হলেন এক বাগান-ম্যানেজার। ঘটনাটি ঘটেছে অসমের তিনসুকিয়া জেলায়। পুলিশ জানিয়েছে, আজ সকালে মোটরসাইকেলে চেপে দুই আলফা জঙ্গি তালাপ এলাকার সরস্বতী চা বাগানে আসে। বাগানের ম্যানেজার ছবি দাশগুপ্তের সঙ্গে দেখা করতে চায় তারা। ছবি বাবু সামনে এলে জঙ্গিরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায়। জখম ছবিবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা, ওই চা-বাগান থেকে দাবি মতো তোলা না পেয়েই জঙ্গিরা এই কাণ্ড ঘটালো। অন্য দিকে, অরুণাচলের লোহিত জেলার সতী চা বাগানের আবাসন থেকে জঙ্গিরা সি এন পাণ্ডে নামে এক ম্যানেজারকে অপহরণ করেছিল। গত কাল তাঁকে নামসাই এলাকার ওয়াগন পথারের জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতার তিন জঙ্গি
পুলিশ ও আধা-সেনাবাহিনীর যৌথ অভিযানে অসমের তামুলপুর ও হাজো থেকে তিন দুষ্কৃতী ধরা পড়ল। উদ্ধার হল দুটি গ্রেনেড ও একটি রাইফেল। পুলিশ জানায়, আজ ভোরে বাক্সার তামুলপুরের দু’টি জায়গায় হানা দেয় যৌথ বাহিনী। গ্রেফতার করা হয় সনাতন শরনিয়া, রাকেশ বড়ো নামে দুই আলফা জঙ্গিকে। তাদের কাছ থেকে দু’টি হাত গ্রেনেড ও বেশ কিছু ডিটোনেটর উদ্ধার হয়। অন্য দিকে, হাজো থেকে ফারুক আবদুল্লা নামে এক ব্যক্তিকে রাইফেল-সহ গ্রেফতার করেছে পুলিশ।

ক্রেতা সুরক্ষা
উড়ান বাতিলের পরেও বিকল্প ব্যবস্থা করেনি নেপালের এক বিমান সংস্থা। ক্রেতা সুরক্ষায় অভিযোগ জানান যাত্রী। ৭৫ হাজার টাকা দিতে বলা হয়েছে সংস্থাটিকে।

ফেসবুকে মন্তব্য
আটক করা হল জাতীয় সাহসিকতা পুরস্কারজয়ী হিনা বক্সিকে। তাঁর গাড়ি চুরির এফআইআর নিয়ে চণ্ডীগড় পুলিশের ফেসবুক পাতায় আপত্তিকর মন্তব্য করার অভিযোগে।

মাদক পাচার
আড়াই কেজি হেরোইন সমেত এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম ফেমিদা। মাদক পাচারের অভিযোগে তাকে আগেও আটক করা হয়েছে, জানায় পুলিশ।

মুখোমুখি সংঘর্ষ
রবিবার রাতে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ৩ জন। জখম ৬ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল গাড়ি দু’টি।

‘আরক্ষণ’ নিয়ে নোটিস
‘আরক্ষণ’ ছবিটি নিষিদ্ধ করার ক্ষতিপূরণ দাবি করে সুপ্রিম কোর্টে আবেদন জানান পরিচালক প্রকাশ ঝা। পঞ্জাব সরকারকে নোটিসও দিয়েছে সুপ্রিম কোর্ট।

গায়ে আগুন
তামিলদের উপর অত্যাচারের প্রতিবাদে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ভারত সফরের প্রতিবাদে এক সিটু সমর্থক গায়ে আগুন দেন।

বৃষ্টির বলি
প্রবল বর্ষণে উত্তরপ্রদেশে মারা গিয়েছেন ১০ জন। বিপদ সীমার ওপর দিয়ে বইছে সারদা, ঘর্ঘরা ও গঙ্গা। বৃষ্টি থামার কোনও আশা নেই।

সাসপেন্ডের নির্দেশ
এক বেসরকারি সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে বিভিন্ন বিমানবন্দরের ছয় শীর্ষকর্তাকে সাসপেন্ড করার নির্দেশ দিলেন বিমানমন্ত্রী অজিত সিংহ।

রায় বহাল
পুণেতে বিপিও কর্মীকে ধর্ষণ করে খুনের ঘটনায় গাড়িচালক-সহ দু’জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল দায়রা আদালত। সোমবার সেই রায় বহাল রাখল বম্বে হাইকোর্ট।

ট্রেনের ধাক্কা
মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল ৮ তীর্থযাত্রীর। অরক্ষিত লেভেল ক্রসিং দিয়ে পারাপার করছিল তাঁদের ট্রাক। উন্মত্ত জনতা ওই ট্রেন-সহ ছ’টি ট্রেনে আগুন ধরিয়ে দেয়।


তেলেঙ্গানা নিয়ে
১৭ সেপ্টেম্বরকে ‘তেলেঙ্গানা মুক্তি দিবস’পুলিশের সঙ্গে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের খণ্ডযুদ্ধ বাধে।

পিছিয়ে গেল
ইঞ্জিনে ত্রুটি থাকায় এখনই ভারতে আসছে না রুশ যুদ্ধবিমানবাহী জাহাজ ‘অ্যাডমিরাল গর্শকভ’। ২৩০ কোটি ডলারে জাহাজটি কিনছে ভারতীয় নৌবাহিনী।

মেয়েকে ধর্ষণ
নিজের তিন বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ফরাসি কূটনীতিকের বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ। তাঁর স্ত্রী ওই কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ আনেন।

আবেদন খারিজ
টাকা নয়ছয়ে অভিযুক্ত ব্যবসায়ী অভিষেক বর্মা ও তাঁর স্ত্রীর জামিনের আবেদন খারিজ করল দিল্লির এক আদালত। বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদও বাড়ানো হয়।

আইইডি উদ্ধার
মাওবাদী অধ্যুষিত খুঁটি জেলার বান্দু রোড থেকে ১২৫টি আইইডি উদ্ধার করেছে পুলিশ। পরে ২২ কেজির এই আইইডি নিষ্ক্রিয় করে দেয় সিআরপিএফ ও পুলিশ।

মুম্বইয়ে আগুন
আগুনে ভষ্মীভূত হয়ে গেল মণীশ মার্কেট সংলগ্ন দ্বিতল বাড়ি। আগুন নেভায় দমকলের ১২ ইঞ্জিন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.