কেবলে কোপ, বিমানবন্দর অন্ধকার |
প্রায় পাঁচ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হল কলকাতা বিমানবন্দরে। সোমবার বেলা ৩টের পরে শুরু হয় বিভ্রাট। বিমানবন্দরের অনেকটাই চলে যায় অন্ধকারে। তবে রানওয়েতে আলো থাকায় বিমান ওঠানামায় কোনও সমস্যা হয়নি। ব্যাহত হয়নি জরুরি পরিষেবাও। শেষ পর্যন্ত জেনারেটর চালিয়ে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা হয়। বিমানবন্দরের সর্বত্র বিদ্যুৎ ফিরে আসে রাত সওয়া ৮টা নাগাদ। সিইএসসি জানায়, কেএমডিএ-র ঠিকাদারের কর্মীরা মেরামতির জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি করায় বিমানবন্দরের বিদ্যুৎবাহী কেবলটি ক্ষতিগ্রস্ত হয়। তার ফলেই ব্যাহত হয় বিদ্যুৎ পরিষেবা। বিমানবন্দর সূত্রের খবর, বেলা ৩টের পর থেকেই বিভিন্ন দিকের আলো নিভে যায়। আর বিকেলের পরে অন্ধকারে ডুবে যায় বিমানবন্দ-চত্বর। বন্ধ হয়ে যায় লাউঞ্জের বাতানুকূল ব্যবস্থা। |
আঁধারে ডুবে বিমানবন্দর এলাকা। ছবি: শৌভিক দে |
টিকিট কাউন্টার, বিমান সংস্থার অফিস, বাইরে পার্কিং লট— কোথাও আলো ছিল না। অন্ধকারেই যাত্রীরা ভিতরে ঢোকেন। এয়ারপোর্ট থানায় কাজ চালানো হয় মোমবাতির আলোয়। তবে জরুরি পরিষেবা অব্যাহত রাখার জন্য টার্মিনালে গুটিকয়েক আলো জ্বলছিল। চালু ছিল কনভেয়ার বেল্ট, এক্স-রে মেশিন, রেডার পরিষেবা। টিকিট কাউন্টারের কম্পিউটারগুলিতে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা ছিল। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটল কী ভাবে? সিইএসসি-র এক মুখপাত্র জানান, বিটি রোডে বরাহনগর থানার উল্টো দিকে রাস্তা মেরামতি চলছিল। সেখানেই বিমানবন্দরের বিদ্যুৎবাহী কেবলটি ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি জানার পরেই তড়িঘড়ি মেরামতির কাজে কর্মীদের নিয়োগ করা হয়। বিদ্যুৎ-বিভ্রাট সামলাতে তারাই জেনারেটরের ব্যবস্থা করে বলে জানায় সিইএসসি।
|
পার্ক স্ট্রিট থেকে ব্যবসায়ী উপেন্দ্র রামকে অপহরণের অভিযোগে আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম বান্টি পাসোয়ান। সে হাওড়ার অতীন্দ্র মুখোপাধ্যায় লেনের বাসিন্দা। এই নিয়ে ব্যবসায়ী অপহরণের ঘটনায় মোট তিন জনকে গ্রেফতার করা হল। এক অভিযুক্ত এখনও পলাতক।
|
পেশায় স্যাকরা। গয়না চেনার ক্ষমতা কাজে লাগিয়েই সল্টলেকে পরপর ছিনতাই চালিয়েছে। পুলিশের দাবি, জেরায় তা স্বীকার করেছে রবিবার ধৃত শৌভিক লাহা। সোমবার তার ৬ দিনের পুলিশি হেফাজত হয়।
|
এলাকা দখল ঘিরে সোমবার উত্তপ্ত হয়ে উঠল মুচিপাড়া থানার প্রেমচাঁদ বড়াল স্ট্রিট। পুলিশের দাবি, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি হয়। পুলিশ পিকেট বসেছে।
|
মুঙ্গেরে তৈরি নাইন এমএম পিস্তল ও গুলি পাচার করতে এসে রবিবার ধরা পড়ল ফিরোজ নামে বিহারের এক যুবক। গ্রেফতার হয় নূর ইসলাম ও তপন অধিকারী নামে আরও দু’জন।
|
মল্লিকবাজারে মিনিবাস থেকে পড়ে তারই পিছনের চাকায় পিষ্ট হলেন এক যুবক। পুলিশ জানায়, মৃতের নাম নাসিম মোল্লা (৪৫)। বাড়ি কড়েয়া থানা এলাকায়।
|
আচার্য প্রফুল্লচন্দ্র রোডে সোমবার দুপুরে গাড়ির ধাক্কায় মারা যান এক মোটরবাইক আরোহী। পুলিশ জানায়, তাঁর নাম সরফরাজ আলম (২৩)। বাড়ি রাজাবাজারে।
|
মানিকতলায় দেবপ্রসাদ শতপথী নামে এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া মৃতদেহ পাওয়া গেল তাঁর বাড়িতে। অবসাদে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের অনুমান।
|
বিশ্বকর্মা পুজোর দিনে বাস ধর্মঘট। ছোট লরিটিতে তাই ভিড় ছিল উপচে পড়া। তারই চাপে লরি উল্টে জখম হলেন ২৫ জন। সোমবার হলদিয়ায় ৪১ নম্বর জাতীয় সড়কে।
|
এন্টালিতে ঘুড়ি ওড়াতে গিয়ে একটি পরিত্যক্ত বাড়ির দোতলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম মহম্মদ আলাউদ্দিন (২২)।
|
উপাচার্যের আর্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের |
অনুমোদন ছাড়া সিটি কলেজে ছাত্রভোট না-করার আবেদন জানিয়ে সোমবার কলেজ-কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন উপাচার্য সুরঞ্জন দাস। |