টুকরো খবর
বাজার বাড়াতে নয়া উদ্যোগ
ইস্পাত তৈরির অন্যতম উপকরণ সিলিকো ম্যাঙ্গানিজ-এর বাজার দখলে ‘সিলকোম্যাগ’ ব্র্যান্ড আনল টাটা স্টিল। ইস্পাত সংস্থাগুলিকে সিলিকো ম্যাঙ্গানিজ জোগাত বিভিন্ন অনামী সংস্থা। কিন্তু তাদের বিরুদ্ধে হামেশাই গুণমান, ওজন ইত্যাদি সংক্রান্ত কারচুপির অভিযোগ ওঠে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। টাটা স্টিলের দাবি, সে সমস্যা মেটাবে সিলকোম্যাগ। ইস্পাত তৈরিতে অপরিহার্য এই উপাদানটির বাজারও বিপুল। যা লক্ষ্য টাটাদের। সম্প্রতি দুর্গাপুরে সিলিকোম্যাগ ব্র্যান্ডের উদ্বোধন করে টাটা স্টিলের ফেরো অ্যালয়েজ অ্যান্ড মিনারেলস বিভাগ। বস্তুত, ইস্পাতকে পোক্ত করতে ব্যবহৃত হয় সিলিকন ও ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি এই ফেরো-অ্যালয়। সিলিকন ইস্পাতের তাপ সহন ক্ষমতা বাড়ায়। ম্যাঙ্গানিজ ইস্পাত টেকসই করতে ও সালফারের ক্ষতিকারক প্রভাব দূর করতে সাহায্য করে। বিলেটস, ইনগট, টিএমটি বার তৈরির কারখানা থাকায় দুর্গাপুরে পণ্যটির চাহিদা বছরে প্রায় ৫০ হাজার টন। তাই এ শহরকে বাছা হয়েছে বলে জানান সংস্থার আধিকারিক রাজীব সিংঘল।

এক বছর হাতে থাকা ফেসবুকের শেয়ার বেচবেন না জুকেরবার্গ
আগামী এক বছরে মার্ক জুকেরবার্গ বা ফেসবুকের কর্মী নন এমন ডিরেক্টররা নিজেদের হাতে থাকা সংস্থার কোনও শেয়ার বিক্রি করবেন না। মার্কিন শেয়ার বাজার নিয়ন্ত্রক এসইসি-কে এ কথা জানিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটটি। প্রসঙ্গত, মে মাসে বাজারে আসার পর থেকেই ক্রমাগত পড়ে চলেছে সংস্থার শেয়ার দর। ৩৮ ডলার প্রতি শেয়ারে আত্মপ্রকাশের পর এখন তা ঘোরাঘুরি করছে ১৮ ডলারের আশেপাশে। ভবিষ্যতে দাম যাতে আরও পড়ে না যায়, তারই সতর্কতা হিসেবে এই উদ্যোগ নিয়েছে সংস্থা।

সিলিন্ডারে ছাড়
বছরে ছ’টি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেবে কেন্দ্র। কিন্তু, বাড়তি দরিদ্রদের জন্য তিনটি ও ছ’টি সিলিন্ডারে ভর্তুকি দেবে দিল্লি ও গোয়া সরকার।

টাটা মোটরস
অগস্টে বিশ্ব জুড়ে সম্মিলিত ভাবে ১৩% বিক্রি বাড়ল টাটা মোটরস, টাটা দেয়ু হিসপানো কারোসেরা ও জাগুয়ার ল্যান্ড রোভারের। বিক্রি হয়েছে ৯৭,২২৫টি গাড়ি। শুধু জাগুয়ার ল্যান্ড রোভারের বিক্রিই ১৩% বেড়ে হয়েছে ২৪,০৬০টি। মোট যাত্রী গাড়ির বিক্রি ২৩% বেড়ে হয়েছে ৪৭,১৪১টি। সামান্য বেড়েছে বাণিজ্যিক গাড়ির বিক্রি।

নতুন পানীয়
‘পিয়োজ’ ব্র্যান্ডে বিভিন্ন স্বাদের পানীয় আনল ক্যাচ। মিলবে গুঁড়ো আকারে। আম পান্না, নিম্বু পানি, জল জিরা-সহ নানা স্বাদে তা মিলবে



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.