প্রত্যাশাকে ছাড়িয়ে গেল আই-ফোন ৫। আগাম বরাতের হিসেবে পূর্বসূরি আই-ফোন ৪ এসকে অনেক পিছনে ফেলে রেকর্ড গড়তে চলেছে অ্যাপ্লের এই নতুন ফোন।
সোমবারই অ্যাপ্ল জানিয়ে দিয়েছে, ২৪ ঘণ্টায় আই-ফোন ৫-এর জন্য ২০ লক্ষ বরাত পেয়েছে তারা। চাহিদা জোগানকে ছাপিয়ে গিয়েছে। তাই আগাম বরাত দিলেও আই-ফোন ৫ হাতে পেতে অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছু ক্রেতাকে।
শুক্রবার অ্যাপ্ল স্টোর, ওয়ালমার্টের মতো বিপণি থেকে শুরু হবে আই-ফোন ৫-এর বিক্রি। ম্যানহাটানে অ্যাপ্লের স্টোরের সামনে ইতিমধ্যেই ঘাঁটি গেড়েছেন কিছু উৎসাহী। বিক্রি শুরু হলেই নতুন ফোন হাতে পেতে চান তাঁরা।
“শুধু ফোন কিনতে চাইলে তো অনলাইনে অর্ডার দিতে পারতাম”, বলছেন ২৭ বছরের জেসিকা মেলো। তাঁর বক্তব্য, স্টোরের সামনে ঘাঁটি গেড়ে থাকার মজাই আলাদা। অনেক নতুন অ্যাপ্ল ভক্তের সঙ্গে আলাপ হয়। আই-ফোন ৪ এস-এর জন্যও ঘাঁটি গেড়েছিলেন তিনি। |
আই ফোন ৫-এর উদ্বোধনে টিমোথি কুক। ফাইল চিত্র |
সান ফ্রান্সিসকোর ইয়েরবা বুয়েনা সেন্টারে আই-ফোন ৫-এর উদ্বোধনের সময়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন সিইও টিমোথি কুক। তবে ক্রেতাদের উৎসাহের মাত্রা তাঁরা বুঝতে পারেননি বলে স্বীকার করে নিয়েছেন অ্যাপ্লের মুখপাত্র নাটালি কেরিস। ২০০৭ সালে প্রথম আত্মপ্রকাশ করেছিল আই-ফোন। শুক্রবার সেই সময়ের মতোই উন্মাদনা দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞ রিচার্ড ডোহার্টির বক্তব্য, উন্মাদনার মাত্রা আগে কল্পনা করতে পারেনি অ্যাপ্ল। তারা এক দিনে যে আগাম বরাত পাবে ভেবেছিল তা পেয়ে গিয়েছে এক ঘণ্টায়। রবিবারের পরেই আই-ফোন ৫ পাওয়া কঠিন হবে বলে মনে করা হচ্ছে। আরও জোগান আসতে সময় লাগবে।
আমেরিকার বাইরেও আই-ফোন-৫-এর চাহিদা প্রচণ্ড। ডোহার্টির মতে, আমেরিকায় প্রথম দিকে যাঁরা কিনছেন তাঁরা অনেকেই বিদেশি ক্রেতাদের আই ফোন সরবরাহ করবেন। ১৯৯ ডলার, অর্থাৎ প্রায় ১০,৯০০ টাকা থেকে শুরু আই ফোন ৫-এর দাম।
নতুন উদ্ভাবনের ক্ষেত্রে চূড়ান্ত গোপনীয়তা রক্ষাই রীতি অ্যাপ্লের। স্যামসাং-এর সঙ্গে মামলার সময়ে প্রকাশিত হয়েছিল প্রথম আই-ফোন তৈরির কিছু তথ্য। জানা গিয়েছিল, কী ভাবে গোটা বিশ্বের ক্রেতা তথা ভক্তদের চাহিদা মেটানোর চেষ্টা করে অ্যাপ্ল। আই-ফোন ৫ নিয়েও জল্পনা-কল্পনা চলেছে বহুদিন ধরে। নতুন ফোন ভক্তদের প্রত্যাশা মেটাবে বলেই আশায় বুক বাঁধছে অ্যাপ্ল। |