স্কুলে যাওয়ার পথে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জখম হল মোটর চালিত ভুটভুটির আরোহী ৬ স্কুলছাত্রী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার বাঘবাড়ির ৩৪ নম্বর জাতীয় সড়কে। আশঙ্কাজনক অবস্থায় ছাত্রীদের রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তারা ইটাহার গার্লস হাইস্কুলের ছাত্রী। বাড়ি ইটাহারের গটলু এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন গটলু থেকে ৬ ছাত্রীকে নিয়ে ভুটভুটিটি ইটাহারের দিকে যাচ্ছিল। সেই সময় বাঘবাড়িতে রায়গঞ্জগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটিকে ধাক্কা মেরে উল্টে যায়। পিকআপ ভ্যানটিকে আটক করে চালককে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর দিনাজপুরের জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “বাসিন্দাদের দাবি ও অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেআইনি ভুটভুটির বিরুদ্ধে পুলিশকে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।”
এ দিন জখম ছাত্রীদের পরিবারের লোক এবং প্রতিবেশীরা রায়গঞ্জ জেলা হাসপাতালে গটলু থেকে ইটাহার রুটে বাস, ট্রেকার চালুর দাবিতে প্রায় একঘন্টা বিক্ষোভ দেখান। অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনিক কর্তাদের কাছে দাবি জানানো হলেও ওই রুটে বাস বা ট্রেকার চালুর ব্যাপারে কোনও উদ্যোগই নেওয়া হচ্ছে না। এতে এলাকার কয়েকশো পড়ুয়া প্রাণের ঝুঁকি নিয়েই অবৈধ ভুটভুটিতে চেপে ইটাহার সদরের বিভিন্ন স্কুলে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। |